মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রায় তেমন কোন ভীড় দেখা যায়নি। ভোরের দিকে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে যায়।
টার্মিনাল ঘুরে দেখা যায়, শুধু এনা পরিবহনে ময়মনসিংহ কাউন্টারে ৫০ জনের মতো যাত্রীকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা গেছে। বাকি সকল কাউন্টার ফাঁকা। তবে এনা পরিবহনের অন্য রুটের কাউন্টার ফাঁকা। অনেক বাসের হেলপার ও কন্ডাক্টরকে দেখা গেছে যাত্রী ডেকে ডেকে বাসে তুলছেন।
রংপুরের যাত্রী নাজমুল হুদা বলেন, ‘এসেই টিকিট কাটলাম এনা পরিবহনে। কোন চাপ নাই, লাইন নাই। তবে আসার সময় এনা পরিবহনে আসলাম ৮০০ টাকা দিয়ে। এখন ভাড়া নিচ্ছে ৮৩০ টাকা।’
৩০ টাকা কেন বেশি ভাড়া নিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে এনা পরিবহনের টিকিট বিক্রেতা তুষার বলেন, ‘আমাদের বিআরটিএ এর অনুমোদিত ভাড়া ৮৩৯ টাকা। সেখান থেকে ৯ টাকা কম রাখা হচ্ছে এখন।’
রংপুর রুটের এনা পরিবহনের আরেক টিকিট বিক্রেতা মো. দেলোয়ার বলেন, ‘আমরা অগ্রিম টিকিট বিক্রি করি না। খুব সকালে যাত্রীরেএকটু চাপ ছিল। এর পরে থেকে কমে গেছে। যাত্রীর চাপ এখনো সেরকম নাই। যাত্রীরা আসা মাত্রই টিকিট পাচ্ছে।’
ময়মনসিংহের যাত্রী ইয়াসিন আরাফাত বলেন,‘ ১৫ মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। তবে অন্য বছর ঈদে যে চাপ থাকে তা নাই। একটা করে বাস ভরতেছে আর ছেড়ে যাচ্ছে। বাস পর্যাপ্ত আছে। শুধু লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে টিকিট কাটতে হচ্ছে।’
এস আর ট্রাভেলসের টিকিট বিক্রেতা আব্দুল খালেক বলেন, ‘আমাদের এখানে বেশিরভাগই অগ্রিম টিকিটের যাত্রী। তাই ওভাবে চাপ নাই। যাত্রীরা আসছেন, সময় মতো গাড়িতে চলে যাচ্ছেন।’
উত্তরবঙ্গের বাস একতা পরিবহনের টিকিট বিক্রেতা খলিলুর রহমান স্বপন নিউজবাংলাকে বলেন, ‘৭ তারিখ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছিল। টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। কারন আমরা একেক কাউন্টার মাত্র চারটা টিকিট ভাগে পাই। আজকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে অভাবে যাত্রীদের চাপ নেই।’
টার্মিনালে বিআরটিএ এর নির্বাহী মমো. আব্দুর রাজ্জাক বলেন, ‘কেউই বেশি ভাড়া নিচ্ছে না। সকালে বিনিময় পরিবহনের একটি বাস পাঁচ জন যাত্রীর কাছ থেকে ৫০০টাকা বেশি ভাড়া নিয়েছিল। তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের ওরকম চাপ নেই এখানে। পরিস্থিতি স্বাভাবিক।’
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘ভোরের দিকে একটু চাপ ছিল। এর পরে স্বাভাবিক হয়ে গেছে। কোন ধরনের কোন সমস্যা নাই এখানে। আমরা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে সকল ধরনের ব্যবস্থা নিয়েছি।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম