আপডেট : ১৩ নভেম্বর, ২০২২ ১৪:০৯
টেক্সাসে মাঝ আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ২ বিমানের সংঘর্ষ
সৈকত আমীনসৈকত আমীন, ডেস্ক

টেক্সাসে মাঝ আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ২ বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে সাবেক সেনাদের সম্মানে ডালাস তিন দিনব্যাপি রাষ্ট্রীয় আয়োজনে দুই বিমানের সংঘর্ষ হয়। ছবি: এমএসএনবিসি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে মহড়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বিমানের সংঘর্ষ হয়েছে।

দেশটির সাবেক সেনাদের সম্মানে তিন দিনের রাষ্ট্রীয় আয়োজনের দ্বিতীয় দিন শনিবার এ ঘটনা ঘটে।

বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে আকাশেই ক্ষতিগ্রস্ত একটি বিমানের অর্ধেক ভেঙে যায়।

World War Two planes collide at Dallas airshow | US News | Sky News

ওই সময় বিমান দুটির সংঘর্ষে ঘটা বিস্ফোরণে আগুনের গোলা মাটিতে এসে পড়ে।

বিমান দুটিতে কতজন ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আমেরিকান এয়ারলাইনসের পাইলটদের সংগঠন অ্যালাইড পাইলট অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষে তাদের সাবেক দুই সদস্য টেরি বার্কার ও লেন রুটের মৃত্যু হয়েছে।

Two historic aircraft collide at Veterans Day show in Dallas - ABC News

এদিকে এই বিমান সংঘর্ষের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ডালাসের মেয়র এরিক জনসন এ ঘটনাকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ অভিহিত করে টুইটারে লেখেন, ‘সেসব আত্মার জন্য প্রার্থনা করুন, যাদের মৃত্যু হয়েছে আমাদের পরিবারগুলোকে বিনোদন ও শিক্ষা দিতে গিয়ে।’