মার্চ মাসে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডে, তখন তৃতীয় সন্তানের বাবা হন সাকিব আল হাসান। গত ১৫ মার্চ জন্ম নেয় সাকিবের তৃতীয় সন্তান। দুই মেয়ের পর ছেলের বাবা হন সাকিব।
তবে ছেলের জন্মের পর তার নাম জানাননি। সেটি জানালেন ছেলের বয়স এক মাস হওয়ার পর। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সাকিব জানান, তার ছেলের নাম এইজাহ আল হাসান।
টুইটারে সাকিব লেখেন, ‘আমাদের ছেলে এইজাহ আল হাসানকে এক মাস বয়সের শুভেচ্ছা! তুমি আমাদের ছোট পরিবারকে পরিপূর্ণ করেছ। তুমি দুই সুন্দর বোনের ভালোবাসার ভাই। যাকে পেয়ে তারা অতিশয় আনন্দিত। আমরা এর চেয়ে বেশি সুখী হতে পারতাম না! আমার পুরো বিশ্ব।’
নিজের টুইটে এইজাহ এর নামসহ কোলকাতা নাইট রাইডার্সের জার্সির ছবি যুক্ত করেন সাকিব। সঙ্গে ছিল আরেকটি ছবি, যেখানে পাঁচটি জার্সি ছিল সাকিবের পরিবারের পাঁচ জনের নামে- তিনি, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির, তার দুই মেয়ে আলায়না আল হাসান ও ইররাম আল হাসান এবং ছেলে এইজাহ আল হাসান। সবগুলো জার্সির নম্বরই ছিল ৭৫।
২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরকে বিয়ে করেন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আলায়না। ২০২০ সালের ২৪ এপ্রিল জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান ইরাম।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম