
চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলীতে আগুনে দগ্ধ মিজানুর রহমানের (৪২) মৃত্যু হয়েছে। বিস্ফোরণে তার শরীরের ৪৮ শতাংশ পুড়ে যায়।
বুধবার সকাল আটটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিজানুরের বন্ধু শহীদুল্লাহ বিষয়টি জানিয়েছেন।
চট্টগ্রামের ওয়াইএসি লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন মিজানুর। তার বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়।
রোববার রাত ১০টার দিকে উত্তর কাট্টলীর বিশ্বাসপাড়া এলাকায় মরিয়ম ভিলার ষষ্ঠ তলায় মিজানুরসহ নয় জন আগুনে দগ্ধ হন। পর দিন সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মিজানুরের মা পিয়ারা বেগমের (৬০) মৃত্যু হয়।
আগুনে পিয়ারা বেগমের সঙ্গে তার বড় ছেলে মিজানুর রহমান, ছোট ছেলে সাইফুর রহমান (১৮), মেয়ে সুমাইয়া (২৫), মিজানুরের স্ত্রী বিবি সুলতানা মুন্নী, দুই সন্তান মাহের (৮) ও মানহা (২) দগ্ধ হন। ঢাকায় তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে সাইফুর রহমান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন।
এ ঘটনায় রিয়াজ উদ্দিন ও সুলতানা জাহান নামে আরও দুই জন দগ্ধ হন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম