ছবি: সংগৃহীত
বাফুফে এক বিবৃতিতে বলেছে, ফেড কাপের ফাইনাল ম্যাচ শেষে বাফুফের সিকিউরিটি সুপারভাইজার সোহেল মাতুব্বরকে আক্রমণ করে অশোভন আচরণ করেন তৌহিদুল আলম সবুজ। বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়।
সদ্যসমাপ্ত ফেডারেশন কাপে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন ফুটবলার ও কোচকে শাস্তি দেয়া হয়েছে। শাস্তি দেয়া হয়েছে তিনটি দলকে। এই তালিকায় এবার যুক্ত হলো ফেড কাপে চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড তৌহিদুল আলম সুবজের নাম।
মঙ্গলবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিবৃতিতে বলা হয়, ফেড কাপের ফাইনাল ম্যাচ শেষে বাফুফের সিকিউরিটি সুপারভাইজার সোহেল মাতুব্বরকে আক্রমণ করে অশোভন আচরণ করেন তৌহিদুল আলম সবুজ। বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়।
অখেলোয়াড়সুলভ আচরণের কারণে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে কমিটি। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।
বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড তৌহিদুল আলম সুবজ জাতীয় দলেরও নিয়মিত খেলোয়াড়। এ নিষেধাজ্ঞার কারণে বুধবার শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের কিংসের প্রথম দুই খেলায় অংশ নিতে পারবেন না তিনি।
মন্তব্য