20201002104319.jpg
20201003015625.jpg
ফর্মে থাকা আতলেতিকে থামানোর লক্ষ্য বার্সার

ফর্মে থাকা আতলেতিকে থামানোর লক্ষ্য বার্সার

লিগের বড় ম্যাচে পারফর্ম করতে পারেননি মেসি-ডি ইয়ং-পিয়ানিচরা। ক্লাসিকো হারার পর, এই ম্যাচ নিজেদেরকে শিরোপার দাবিদার হিসেবে প্রমাণের মোক্ষম সুযোগ কুমানের সামনে। 

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেছে ক্লাব ফুটবল। শনিবার বিকেল থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান লিগের ম্যাচগুলো।

রাতেই লা লিগায় থাকছে মেগা ম্যাচ। বাংলাদেশ সময় শনিবার রাত দুইটায় দারুণ ফর্মে থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে বার্সেলোনা।

বার্সার জন্য এই ম্যাচ হবে পয়েন্ট টেবিলে নিজেদের শক্ত অবস্থান ফেরানোর সুযোগ।

দিয়েগো সিমিওনির রক্ষণদুর্গ ভেদ করাই বড় পরীক্ষা হবে চলতি মৌসুমে ‘নড়বড়ে’ ব্রুগ্রানার।

এবারের মৌসুমে সাত ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত আতলেতি। সাত ম্যাচে দুই গোল হজম করেছে তারা।

আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৭ বার।

আতলেতিকো_মাদ্রিদ

প্রতিপক্ষের যখন এমন দারুণ ফর্ম, সেখানে বার্সেলোনার পরিসংখ্যানটা সাদামাটাই বলতে হবে। সাত ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে রোনাল্ড কুমানের শিষ্যরা। হেরেছে দুই ম্যাচে। আর ড্র ম্যাচ দুটি। গ্রিজমান-মেসি-ফাতিরা সবমিলে গোল করেছেন ১৫টি।

বার্সার ডিফেন্স নিয়েও ভাবনায় আছেন কুমান। পিকে-লংলে-টার স্টেগেনদের ফাঁক গলে, আট গোল করেছে তাদের প্রতিপক্ষ।

নিজ মাঠে করোনার কারণে আতলেতিকো পাচ্ছে না লুইস সুয়ারেস ও লুকাস তোরেইরাকে। ‍এই দুই উরুগুয়াইনকে ছাড়া কীভাবে দল খেলবে সেটাও চিন্তার বিষয় কোচ সিমিওনের।

সুযোগটা কাজে লাগাতে চাইবে লিওনেল মেসির দল। ইনজুরিতে চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়া অনসু ফাতির বদলে মূল একাদশে মেসির সঙ্গে ফরোয়ার্ড লাইনে ফিরছেন ফিলিপে কোতিনিয়ো। সঙ্গী হিসেবে থাকছেন পেদ্রি ও উসমান দেম্বেলে।

ফিলিপে_কোতিনিয়ো

লিগের বড় ম্যাচে পারফর্ম করতে পারেননি মেসি-ডি ইয়ং-পিয়ানিচরা। ক্লাসিকো হারার পর, এই ম্যাচ নিজেদেরকে শিরোপার দাবিদার হিসেবে প্রমাণের মোক্ষম সুযোগ কুমানের সামনে।

বার্সাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছানোর সুযোগ আতলেতিকোর সামনে। বার্সার জন্যও থাকছে বড় হাতছানি। জিতলে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে যাবে তারা।

আরও পড়ুন:
বার্সাতেই মেসির ‘শেষ’ চান গার্দিওলা
ক্ষোভ ঝাড়লেন মেসি

শেয়ার করুন

মন্তব্য