‘পেন মশালা’র নতুন এ গানের ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেল থেকে ১০ অক্টোবর প্রকাশ করা হয়। ভিডিওটি স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে করা।
১৯৯৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তোলেন একটি গানের দল। নাম ‘পেন মশালা’। উদ্দেশ্য হিন্দি গানের সঙ্গে পশ্চিমা সঙ্গীতের মেলবন্ধন তৈরি করে নতুন গান তৈরি করা।
সম্প্রতি তাদের গানের তালিকায় যুক্ত হয়েছে আরেকটি গান। জনপ্রিয় হিন্দি গান ‘তারে জমিন পার’ এর সঙ্গে ফিউশন করা হলো ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ এর জনপ্রিয় গান ‘প্যারাডাইস’।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান, দর্শিল সাফরি অভিনীত ‘তারে জমিন পার’। ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ৮ বছরের এক ছেলেকে সারিয়ে তোলার চেষ্টা করেন তার স্কুলের শিক্ষক রামশঙ্কর নিকুম্ভ।
২০০৮ সালে জাতীয় পুরস্কার পায় ছবিটি। এ ছবির ‘তারে জমিন পর’ গানটি সে সময় ভক্তদের কাছে জনপ্রিয়তা পায়। এতদিন পরও যে গানটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি তার প্রমাণ ‘প্যারাডাইস’ এর সঙ্গে এই মেলবন্ধন।
‘পেন মশালা’র নতুন এ গানের ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেল থেকে ১০ অক্টোবর প্রকাশ করা হয়। ভিডিওটি স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে করা।
আমির খান গানটির ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আমাদের গানের সুন্দর এই ভার্সনটি শুনলাম। সবাইকে দেখতে অনুরোধ করছি। পেন মশালা দারুণ কাজ করেছে। ধন্যবাদ।’
টুইট করে ‘পেন মশালা’ও আমিরকে ধন্যবাদ জানিয়েছে তাদের প্রশংসা করার জন্য। তারা যে আমিরের বিরাট ফ্যান সে কথাও জানাতে ভোলেননি।
মন্তব্য