20201002104319.jpg
20201003015625.jpg
করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র

করোনায় আক্রান্ত অভিনেতা সৌমিত্র

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৮৫ বছর বয়সী সৌমিত্রের সামান্য জ্বর রয়েছে। তবে অভিনেতার শরীরে করোনার অন্য কোনো লক্ষণ নেই। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার করোনা পরীক্ষা করান বর্ষীয়ান এ অভিনেতা। মঙ্গলবার সকালে পরীক্ষার ফল পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সৌমিত্রের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে ফোনে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের জন্য বিশেষভাবে আলোচিত সৌমিত্র। দুজন একসঙ্গে ১৪টি চলচ্চিত্র নির্মাণ করেন।

১৯৫৯ সালে সত্যজিতের ছবি অপুর সংসারে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সৌমিত্রের। এ ছাড়া সত্যজিৎ নির্মিত ‘চারুলতা’, ‘দেবী’, ‘তিন কন্যা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

সত্যজিতের গোয়েন্দা চরিত্র ফেলুদার ভূমিকায় অভিনয় করা প্রথম অভিনেতাও সৌমিত্র। বিখ্যাত নির্মাতার ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে অভিনয় করেন তিনি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন