সম্প্রতি বলিউড নির্মাতা করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে হাজির হয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সেখানে অভিনেত্রীকে পেশা থেকে ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে প্রশ্ন করেন করণ। দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে অভিনেত্রীর বিয়েবিচ্ছেদের বিষয়েও প্রশ্ন করেছিলেন।
বিচ্ছেদ প্রসঙ্গে যখন অভিনেত্রীর কাছে নিজের সম্পর্কে পড়া সবচেয়ে খারাপ গুজব সম্পর্কে জানতে চান করণ, তখন সামান্থা বলেন, ‘আমি ২৫০ কোটি টাকা খোরপোষ নিয়েছি।’
অভিনেত্রী আরও যোগ করেন, ‘প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে আয়কর কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতাম, যেন তারা দেখায় যে সেখানে কিছুই নেই। প্রথমে তারা খোরপোষ নিয়ে গল্প তৈরি করে। তারপর তারা বুঝতে পেরেছিল যে, এটি একটি বিশ্বাসযোগ্য গল্প বলে মনে হচ্ছে না।’
বিয়েবিচ্ছেদ বিষয়ে করণ তাকে জিজ্ঞেস করেন তাদের বিষয়গুলো বন্ধুত্বপূর্ণ ছিল কি না।
নাগার সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত বন্ধুত্বপূর্ণভাবে কিংবা সমঝোতা করে নেননি সামান্থা। অভিনেত্রী বলেন, ‘এ এক কঠিন অনুভূতি, তুমি আমাদের দুজনকে একটা ঘরে রাখলে, সেখানে অবশ্যই কোনো ধারালো বস্তু আছে কি না তা লুকিয়ে রাখতে হবে।’
সামান্থা আরও বলেন, ‘এটি কঠিন ছিল, কিন্তু এখন ভালো। আমি আগের চেয়ে শক্তিশালী।’
২০২১ সালের অক্টোবরে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন সামান্থা-নাগা। এখন যে যার কাজে ব্যস্ত দুই তারকা। ইতোমধ্যেই বলিউডে বেশ কিছু কাজ করেছেন সামান্থা।
অন্যদিকে নাগা চৈতন্যকে প্রথমবার বলিউডে দেখা যাবে আমির খানের লাল সিং চাড্ডা সিনেমায়।
আরও পড়ুন:বলিউডে আসার সময় থেকেই কটাক্ষ শুনতে হয়েছে জাহ্নবী কাপুরকে। মা বলিউড সিনেমার প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী, বাবা বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর, আর কী লাগে। তাদের মেয়ের কী কখনও সিনেমায় সুযোগের জন্য পরিশ্রম করতে হবে?
এমন ধারণা থেকেই নেপটিজম নিয়ে নানা কথা শুনতে হয়েছে জাহ্নবীকে। তবে সেই কটাক্ষকে তিনি অনুরাগে পরিণত করার প্রক্রিয়ায় আছেন। গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, ধারাক সিনেমার মাধ্যমে দর্শকদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তার।
সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত সিনেমা গুড লাক জেরি। অভিনয়ে প্রশংসা পেয়েছেন ঠিকই, কিন্তু কটাক্ষ থামেনি।
সিনেমার প্রচার অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেছেন জাহ্নবী। জানান, একসময় তিনি মেনেই নিয়েছিলেন দর্শক কখনও তাকে মেনে নেবে না।
তিনি বলেন, ‘আমি এখন আর ভাবিই না যে দর্শক হয়তো কখনও এই নেপোটিজমের কারণে আমাকে মেনে নেবে কি নেবে না। তবে আশ্চর্যজনক যে, দর্শক আমাকে নিজের করে নেবে এই মহূর্তটার জন্য এটার জন্য কী অধীরে অপেক্ষা করছিলাম! সেটা মনে হচ্ছে একটু একটু করে সম্ভব হচ্ছে। গুডলাক জেরি দর্শকের কাছে পৌঁছানোর আমার আরেকটা চেষ্টা।’
সিদ্ধার্থ সেনগুপ্তা পরিচালিত গুডলাক জেরি সিনেমায় জাহ্নবী পঞ্জাবে বাস করা বিহারী নারী চরিত্রে অভিনয় করেছেন। যে মায়ের ক্যানসারের চিকিৎসা করার টাকা জোগাড় করতে গিয়ে ড্রাগস পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সিনেমাটির পাশাপাশি প্রশংসিত হয়েছে জাহ্নবীর অভিনয়ও। তবে অনেকেই সে সময় সমালোচনা করে বলেছিলেন, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম সে কীভাবে অভাবী মেয়ের চরিত্রে অভিনয় করবে।
এ প্রসঙ্গে সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, ‘হ্যাঁ আমি মানছি আমাকে কোনোদিন খাবার বা সিনেমায় সুযোগ পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়নি। কিন্তু তার মানে তো এই না যে, আমার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসেনি। আমি কারও কাছ থেকে কোনো আহা উহু চাচ্ছি না। শুধু বলছি খোলা মনে আর মাথায় আমার কাজ দেখুন। কারণ আমি মানুষকে বিনোদন দিতে খুব খাটছি।’
জাহ্নবীর পরের সিনেমা মিলি। এতে থাকবেন মনোজ পাওয়া, সানি কৌশল। এছাড়া মিস্টার অ্যান্ড মিসেস মাহি, বাওয়াল সিনেমাতে অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন:বন্ধু। ছোট্ট এ শব্দের মাঝে মিশে আছে যেন পৃথিবীর সব নির্ভরতা। বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক। বন্ধু মানে দুটি দেহের একটি প্রাণ। আরও সহজ করে বলতে গেলে আত্মার কাছাকাছি যে বাস করে, সেই বন্ধু। সুসময় কিংবা অসময়ের সঙ্গী।
বন্ধু মানেই বিশেষ কিছু। বন্ধু মানে নির্ভরতা। বন্ধু মানে আনন্দ, প্রাণ খুলে আড্ডা আর অম্লমধুর খুনসুটি। হৃদয়ের সবটুকু আবেগ নিংড়ে, সবটুকু ভালোবাসা দিয়ে যে জায়গায় কথা বলা যায়, সেই হলো বন্ধু।
তাই তো বন্ধু দিবসে নানাভাবেই বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করেন অনেকে। তেমনই রোববার বন্ধু দিবসে হৃদয়ের সবচেয়ে কাছের মানুষকে শুভেচ্ছা জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
দুই বন্ধু মিলে হাতে ফুল ধরে আছেন— এমন একটি ছবি এদিন রাতে ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। তার সেই বন্ধুর নাম শরিফুল ইসলাম রাজ। যিনি তার জীবনসঙ্গী।
স্বামী রাজকে মেনশন সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সব থেকে কাছের মানুষটা আমার আমি তোমাকে অনেক ভালোবাসি।’
প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার সারা বিশ্বে পালিত হয়ে আসছে বন্ধু দিবস। আমাদের দেশেও এখন তা পালন হয়, কিন্তু এই বন্ধু দিবসেরও রয়েছে সুদীর্ঘ ইতিহাস।
১৯৩৫ সাল থেকেই বন্ধু দিবস পালনের প্রথা চলে আসছে আমেরিকাতে। জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকা সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্ট মাসের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই ব্যক্তির বন্ধুটি আত্মহত্যা করেন।
এরপরই জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদান আর তাদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই আমেরিকার কংগ্রেস ১৯৩৫ সালে আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
এনিগমা মাল্টিমিডিয়ার নিয়মিত আয়োজন ‘আজ গানের দিন’-এ এবারের শিল্পী রাকিবা ইসলাম ঐশী।
অনুষ্ঠানটির চতুর্থ পর্ব রোববার রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে এনিগমার ফেসবুক পেজ ও ইউটিউবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঐশী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। আর গানের তালিম নিচ্ছেন আচার্য রেজওয়ান আলী লাভলুর কাছে। গানকে সঙ্গী করে কাটিয়ে দিতে চান সারা জীবন।
ঐশীর জন্ম ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামে। শৈশব থেকেই গান শেখা শুরু করেন তিনি।
২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেন ঐশী। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
বর্তমানে টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মিডিয়ায় নিয়মিত গাইছেন এই শিল্পী।
মঞ্চে বসেই কণ্ঠশিল্পী তপু এক ঘোষণা দিলেন। বললেন, ‘দর্শক সারিতে যারা আছেন, তাদের মধ্য থেকে কেউ যদি গান গাইতে চান, তারা মঞ্চে চলে আসুন, আপনাদের গান শুনব আমরা সবাই।’
ঘোষণার সঙ্গে সঙ্গে একজন ছেলে ওঠেন মঞ্চে; নিজের লেখা, সুর করা গান করেন। পরে আরেকজন নারী কণ্ঠশিল্পী যান; তিনি শোনান লালনের গান।
দ্বিতীয় জন যখন মঞ্চে উঠে গেছেন, তখন মঞ্চের নিচে আরেকজন অপেক্ষা করছিলেন। মূলত তিনিই দ্বিতীয় শিল্পী হিসেবে মঞ্চে উঠতে চেয়েছিলেন; কিন্তু মঞ্চের কাছে আসতে দেরি হওয়ায় তৃতীয় হতে হয় তার।
দ্বিতীয় শিল্পী নামার সঙ্গে সঙ্গে প্রবল আগ্রহ নিয়ে মঞ্চে উঠলেন তৃতীয় জন। গাইলেন ‘তোমাকে চাই আমি আরও কাছে’ গানটির প্রথম কয়েক লাইন। গান গাওয়ার পাশাপাশি তার হাসির ফোয়ারা আর অভিব্যক্তির কারণে সবাই তাকে বাহবা দিলেন।
মঞ্চ থেকে তিনি নেমে আসার পর গানটি বেজে ওঠে সাউন্ড বক্সে। গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠেন তিনি।
তার এই প্রাণবন্ত ভাবটাকে আগত অতিথিরা হাত তালি ও চিৎকারে স্বাগত জানান। গত জুলাইয়ের ২৮ তারিখে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের ঘটনা এটি।
প্রাণবন্ত এ মেয়েটির নাম মাসুদা খান। অনেকে তাকে চিনবেন ‘মাসু আঁকে’ শব্দটি বললে। কারণ এই শব্দে তিনি পরিচিত ফেসবুক ইনস্টাগ্রামে। মাসুদা ছবি আঁকেন, ছবি আঁকা শেখান।
ফেসবুক, ইনস্টায় তার পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। সেখানে পোস্ট করা ভিডিওগুলো মাসুদাকে ‘মাসু আঁকে’ বলে ভিডিও শুরু করতে দেখা যায়। আঁকার ভিডিও বানানো ছাড়াও ইদানীং তিনি অভিনয় করেন, ফটোশুটে অংশ নেন, কমিক বুক লেখেন।
মাসুদা নিউজবাংলাকে বলেন, ‘আমার এখন ২৪ বছর বয়স। আমি একটু এক্সপ্লোর করছি কী কী করতে পারি। অভিনয় করলাম কিছুদিন আগে। ইউএনডিপির সঙ্গে একটা কমিক বুক লিখেছে ও এঁকেছি। মিস ইউনিভার্স বাংলাদেশেও অংশ নিয়েছিলাম। আমি আসলে অনেক কিছুই ট্রাই করে দেখছি, কোনটা করতে ভালো লাগে।’
মাসুদ লেখাপড়া করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস বিষয়ে চতুর্থ বর্ষে। তিনি মনে করছেন, ইংরেজি সাবজেক্টটি তাকে অনেক কিছু করতে সাহায্য করছে।
মাসুদা বলেন, ‘যেহেতু আমার টেকনিক্যাল সাবজেক্ট না, তাই আমার অনেক কিছু করার সুযোগ আছে। যদি আমি ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়তাম, তাহলে সাবজেক্টে ফোকাস বেশি করতে হতো।’
আর্টের মধ্যে সব সময় থাকতে চান মাসুদা। আশা প্রকাশ করে বলেন, ‘আমি একদিন বইও লিখতে চাই এবং সব সময় পড়াশোনা করে যেতে চাই। এটাই আমার ক্যারিয়ার চয়েস। জানি একটু এলোমেলো।’
মাসুদা নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও দাবি করেন। ফেসবুকে তার পেজের নাম ‘জলতরঙ্গ: মাসু.আকে’স আর্ট জার্নাল উপ’, ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্টের নাম ‘মাসু.আঁকে’।
ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে রয়েছে মাসুদার ভিডিও ও নানা ছবি। ২০১৮ থেকে আঁকা নিয়ে তার ভিডিও বানানো শুরু, করোনার সময় সেটি বেড়ে যায়। মাসুদা জানান, শখ থেকেই ভিডিও বানানো শুরু তার।
মাসুদা বলেন, ‘আমার তো আঁকতে ভালো লাগে। প্রথম দিকে সিলি সিলি ভিডিও বানিয়ে বন্ধুদের পাঠাতাম। অনলাইনে আপলোড করার পর অনেকে বললেন যে, ভিডিওগুলো লম্বা করার জন্য। তারপর নিজের পছন্দের পাশাপাশি দর্শকের পছন্দকেও প্রাধান্য দেয়া শুরু করলাম।’
নিজের ফোনেই কনটেন্ট তৈরির সব কাজ করেন মাসুদা। তার ভিডিওতে একটি ইমপারফেকশন থাকবে, সেটাই মাসুদার পছন্দ। মাঝে মাঝে মনে হয় কেউ সাহায্য করলে ভালো হতো, কিন্তু সেটাও তার কাছে তেমন সমস্যার কিছু না।
নিজের প্ল্যাটফর্মটাকে আরও অনেক বড় করতে চান। কিন্তু এ মুহূর্তে সাবস্ক্রাইবাররা যেভাবে ভালোবাসা দিচ্ছে সেটা তার কাছে পারফেক্ট মনে হচ্ছে। যদি সপ্তাহে দুটি করে কনটেন্ট দিতে পারতেন, তাহলে হয়তো ফলোয়ার আরও বাড়ত বলে মনে করেন মাসুদা। কিন্তু যা হচ্ছে বা যেভাবে এগোচ্ছে সেটাও তার কাছে ঠিকই মনে হচ্ছে।
মাসুদা বলেন, ‘ছবি আঁকা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আমার কিছু এক্সট্রা কারিকুলারও আছে। আমি সব কিছুর একটা ব্যালান্স রাখতে চাই জীবনে।’
কনটেন্ট ক্রিয়েশনের কারণেই চমৎকার, ফাটাফাটি, জোস জোস জায়গায় কোলাবোরেশন করতে পেরেছেন বলে জানান মাসুদা। বলেন, ‘এটা আমার জন্য একটা ক্যারিয়ার চয়েস এবং এটা আমি কনসিডার করছি।’
মাসুদা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত। তার করা ভিডিও কিংবা নানা আয়োজনে তাকে যে প্রাণবন্ত মুডে অন্য মানুষরা আবিষ্কার করেন, তাতে তিনি আরও পছন্দের হয়ে ওঠেন সবার কাছে।
নুহাশ হুমায়ূনের পরিচালনায় একটি কনটেন্টে কাজ করে তার পরিচিতি বেড়েছে আরও কিছুটা। এই পরিচিতি পাওয়ার বিষয়টায় বেশ মজা পাচ্ছেন মাসুদা। কী করবেন তিনি, কী হবে, তা নিয়ে এত ভাবছেন না। সময়টা উপভোগ করছেন আর যে কাজটি করতে ইচ্ছে করছে সেখানে নিজের শতভাগ দিয়ে যুক্ত হচ্ছেন মাসুদা খান।
সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেন বলিউড তারকা রণবীর সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকে দেখা গেছে নানা প্রতিক্রিয়া।
রণবীর ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতিতে আঘাত করেছেন’ এমন অভিযোগ তুলে তার বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে এফআইআর করেছে এক এনজিও।
এবার রণবীরের ফটোশুট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপারসন নাজিয়া ইলাহি খান।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মামলা প্রসঙ্গে নাজিয়া ইলাহি খানের আইনজীবী দেবদীপ মণ্ডল বলেন, ‘রণবীর সিংয়ের ছবিগুলো যাতে এ রাজ্যে ছড়িয়ে না পড়ে, জনমানসে ও শিশুদের মনে খারাপ না প্রভাব ফেলে সে কারণেই এই জনস্বার্থ মামলা করা হয়েছে। আমরা চাই এটা নিয়ে মহামান্য আদালত নির্দেশনা জারি করুক।’
আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে নাজিয়ার করা এই মামলায় মডেল-অভিনেতা মিলিন্দ সুমনের পুরোনো একটি ফটোশুট ও অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের পুরোনো একটি টিকটক ভিডিওর প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:এক দশক ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন মির্জাপুর খ্যাত অভিনেতা আলি ফজল ও অভিনেত্রী রিচা চাড্ডা। অবশেষে আগামী সেপ্টেম্বরে সেই প্রেমকে পরিণয়ে রূপ দিচ্ছেন তারা।
যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি এই তারকাজুটি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে।
২০২০ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার কথা ছিল এই জুটির, কিন্তু করোনার কারণে ভেস্তে যায়। এ ছাড়া চলতি বছর মার্চে তারা বিয়ে করছেন এমন খবরও প্রকাশ পেয়েছিল।
অবশেষে শোনা যাচ্ছে সেপ্টেম্বরে বিয়ে করছেন তারা। তবে তা এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা মুম্বাই ও দিল্লিতে দুই জায়গায় বিবাহের আয়োজন করবেন। শিগগিরই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও তারিখ জানা যাবে।
২০১২ সালে ফুকরে সিনেমায় কাজ করতে গিয়ে আলি-রিচার বন্ধুত্ব ও প্রেম। এরপর ২০১৭ সালে মুক্তি পাওয়া ফুকরে রিটার্নস-এও একসঙ্গে কাজ করেছেন তারা।
দুজনের সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন, তাদের দুজনের সম্পর্কের রসায়ন বেশ দারুণ। কখনও তিনি ভালো কাজ করলে আলি তার প্রশংসা করেন। আবার কাজ পছন্দ না হলে সেটাও স্পষ্ট জানান আলি।
আরও পড়ুন:চুক্তিভঙ্গের অভিযোগ তুলে বিশ্বসুন্দরী হারনাজ সান্ধুর বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা করেছেন প্রযোজক উপাসনা সিং।
পাঞ্জাবি একটি সিনেমার প্রচারের জন্য স্বাক্ষরিত চুক্তিভঙ্গের অভিযোগ এনে ভারতের চণ্ডীগড় জেলা আদালতে বৃহস্পতিবার এই মামলা করেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাই জি কুত্তাঙ্গে নামের সেই সিনেমায় অভিনয়ও করেছেন হারনাজ।
আদালতের বাইরে সাংবাদিকদের উপাসনা জানান, বিশ্বসুন্দরী হওয়ার আগেই তাকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেন তিনি। কিন্তু প্রচারের ক্ষেত্রে চুক্তির শর্ত মানছেন না হারনাজ।
চুক্তিভঙ্গের অভিযোগে ক্ষতিপূরণও চেয়েছেন এই প্রযোজক। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি হারনাজকে বাই জি কুত্তাঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছিলাম। শুধু তা-ই নয়, আমি ইয়ারা দিয়ান পু বরানও তৈরি করেছি, সেটিতেও হারনাজ নায়িকা।’
শুধু তা-ই নয়, তিনি দাবি করেছেন, এই কারণে ২৭ মে থেকে পিছিয়ে ১৯ আগস্ট সিনেমা মুক্তির তারিখ ঠিক করতে হয়েছে তাকে।
আরও পড়ুন:
মন্তব্য