বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গেমিং প্রসেসরে এলো রিয়েলমি নারজো ৩০এ  

  •    
  • ২২ মার্চ, ২০২১ ১৫:৫৭

৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক, লেজার ব্লু কালারে পাওয়া যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়।

দেশে গেমিং ফোন উন্মোচন করেছে রিয়েলমি। রিয়েলমি নারজো ৩০এ মডেলের স্মার্টফোনটি রোববার উন্মোচিত করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার দারাজের অনলাইন ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হয়েছে ফোনটি। স্পেশাল দামে ১২ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে ডিভাইসটি।

নারজো রিয়েলমির গেমিং সিরিজ। এর গেমিং প্রসেসর ও ফিচার গেমিংকে আরও দ্রুততর ও স্মুথ করে। ডিভাইসটিতে রয়েছে ২.০ গিগাহার্টজের অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর।

দীর্ঘ ব্যাকআপ দিতে রয়েছে ৬০০০এমএএইচের ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার। ব্যাটারিতে ৪৬ দিনের স্ট্যান্ডবাই থাকবে ফোনটি।

৬.৫ ইঞ্চি ২০:৯ ডিসপ্লে রয়েছে ফোনটিতে। রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক, লেজার ব্লু কালারে পাওয়া যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়।

এ বিভাগের আরো খবর