দেশে ওয়ালটনের পর দেশীয় কোম্পানি হিসেবে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি বা পিসিবিএ উৎপাদন শুরু করেছে সিম্ফনি মোবাইল।
প্রতিষ্ঠানটির আশুলিয়ার আউকপাড়ার দ্বিতীয় কারখানায় মোবাইল ফোনের জন্য পিসিবিএর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর সিম্ফনি মোবাইলের প্রথম মোবাইল সংযোজন কারখানা চালু হয়।
সিম্ফনি জানায়, ৬৭ হাজার বর্গফুটের জায়গার উপর বহুতল ভবনের পুরোটা জুড়েই থাকছে সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানা। প্রাথমিক অবস্থায় সেখান থেকেই প্রতিষ্ঠানটি পিসিবিএ উৎপাদন শুরু করল।
কারখানাটিতে পিসিবিএ ও মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংয়ের পাশাপাশি মোবাইল ফোন অ্যাক্সেসরিজ যেমন, চার্জার, হেডফোন, ডেটাকেবলসহ অন্য অ্যাক্সেসরিজও উৎপাদন করা হবে বলে জানিয়েছে দেশীয় ব্র্যান্ডটি।
এমনকি কারখানাটি থেকে শিগগিরই স্মার্টফোনের ডিসপ্লে তৈরি শুরু করবে সিম্ফনি।
প্রাথমিক পর্যায়ে কারখানা থেকে প্রতি মাসে দুই লাখ পিসিবিএ উৎপাদন পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সেখানে দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা জানিয়েছেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ।
তিনি বলেন, ‘প্রথম থেকেই দেশে মোবাইল ফোন উৎপাদনের লক্ষে কাজ করে যাচ্ছে সিম্ফনি। প্রথম কারখানাটি উদ্বোধন করার পর দেরি না করে দ্বিতীয় কারখানা তৈরি করার কাজে হাত দেয়া হয়। মাত্র দুই বছরের মধ্যেই দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং কারখানাটি তৈরি করতে পেরেছি।’
সিম্ফনি বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করার পরিকল্পনা করছে বলে জানান জাকারিয়া শাহীদ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে সিম্ফনি মোবাইলকে পিসিবিএ বানানোর জন্য অভিনন্দন জানিয়েছেন।