ক্যারিয়ারের শুরু থেকে আর্লিং হালান্ড গোল করেই যাচ্ছেন। মাঝে একটা মৌসুম বাদ দিলে প্রতি মৌসুমেই তিনি সমান ত্রাস ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। এবার তিনি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। সবচেয়ে কম ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের কীর্তি গড়ে ফেলেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এবার নরওয়ে খেলছে দারুণ ফুটবল। দলকে বিশ্বকাপের খুব কাছে নিয়ে গেছেন তিনি। ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ৫-০ গোলে জয়ের দিনে তিনি করেছেন হ্যাটট্রিক। আর তাতেই ৫০ গোলের মাইলফলকটা ছোঁয়া হয়ে যায় তার। বর্তমানে তার গোলসংখ্যা ৫১। হালান্ড এই মাইলফলক ছুঁয়েছেন মোটে ৪৬ ম্যাচে। আর তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল হ্যারি কেইনের দখলে। তিনি ৫০ গোল করেছিলেন ৭১ ম্যাচে।
১৯৯৮ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। এবার হালান্ডের দারুণ ছন্দে ভর করে ২৪ বছর পর বিশ্বকাপে পা রাখার স্বপ্ন দেখছে তার দেশ।
আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল কে কত ম্যাচে ছুঁয়েছেন- আর্লিং হালান্ড (নরওয়ে)- ৪৬ ম্যাচ
হ্যারি কেইন (ইংল্যান্ড)- ৭১ ম্যাচ
নেইমার (ব্রাজিল)- ৭৪ ম্যাচ
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)- ৯০ ম্যাচ
রবার্ট লেভান্ডভস্কি (পোল্যান্ড)- ৯০ ম্যাচ
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ১০৭ ম্যাচ
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)- ১১৪ ম্যাচ।