বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও আলোচনায় ২০২৪ অলিম্পিকের ‘ভাইরাল’ তুর্কি শ্যুটার

  • ক্রীড়া ডেস্ক   
  • ৯ অক্টোবর, ২০২৫ ২৩:১৬

পকেটে হাত, চোখে কোনো প্রকার সুরক্ষা নেই, মাথাতেও নেই- এমন এক বেশভূষা নিয়ে অলিম্পিকে পদক জিতেছিলেন তুর্কি শ্যুটার ইউসুফ দিকেচ। সেই শ্যুটার বছর না ঘুরতেই আবারও আলোচনায় চলে এসেছেন। এবার ৫২ বছর বয়সি শ্যুটার স্বর্ণ জিতেছেন ইউরোপীয় প্রতিযোগিতায়।

এবারও তার ভঙ্গি ছিল একই। চোখে তার পরিচিত চশমা, পরনে সাদা টি-শার্ট, মাথায় কোনো হেলমেট নেই, আর এক হাত পকেটে; ঠিক যেমনটা দেখা গিয়েছিল প্যারিস ২০২৪ অলিম্পিকে। একই ভঙ্গিতে এবারও বিশ্বজুড়ে নজর কাড়লেন তিনি।

৫২ বছর বয়সি এই শ্যুটার এবার স্বর্ণ জিতেছেন ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইএসসি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের এয়ার পিস্তল প্রতিযোগিতায়। তার সঙ্গী ছিলেন মুস্তাফা ইনান। ফাইনালে তারা জার্মানিকে হারিয়ে তুরস্কের হয়ে স্বর্ণপদক জিতেন।

দিকেচ ম্যাচ শেষে ‘তুরস্কে টুডেকে’ বলেন, ‘নিজ দেশের দর্শকদের সামনে খেলতে পারা, আর প্রথমবারের মতো ইস্তাম্বুলে এই টুর্নামেন্ট হওয়া- এটা আমার জন্য এক বিশাল সম্মান। এখানে সোনা জিতা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে।’

প্যারিস ২০২৪ অলিম্পিকে তিনি অংশ নিয়েছিলেন পঞ্চমবারের মতো। সেখানেই তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে আলোচিত শ্যুটারদের একজন। সেই আসরে সেভাল ইলায়দা তারহানের সঙ্গে মিলে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে রুপা জিতেছিলেন দিকেচ। এটি ছিল তুরস্কের অলিম্পিক ইতিহাসে প্রথম শুটিং পদক। একই সঙ্গে তিনিই হয়েছেন দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অলিম্পিক পদকজয়ী।

আগামী নভেম্বরে মিসরের কায়রোতে শুরু হবে আইএসএসএফ শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ (রাইফেল/পিস্তল)। দৈব দুর্বিপাক না ঘটলে সেখানে আবারও দেখা যাবে শান্ত স্বভাবের এই শ্যুটারকে। অলিম্পিকে স্বর্ণ হাত ফসকে বেরিয়ে গেলেও এবার বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনার লক্ষ্যেই নামবেন প্রতিযোগিতায়, সেটা আর বলতে!

এ বিভাগের আরো খবর