যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের (ইউএসএসির) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে চলতি বছরের জুলাইয়ে বার্ষিক সাধারণ সভায় ইউএসএসিকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। শর্ত ছিল, ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন’ আয়োজন করতে হবে এবং ‘শাসন কাঠামোয় বড় পরিবর্তন’ আনতে হবে। তা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শেষ পর্যন্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ইউএসএসির সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না এমনটা নয়। তারা আগের মতোই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণেও এর কোনো প্রভাব ফেলবে না। এছাড়া ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতিতেও কোনো বাধা থাকছে না। এ সময়ে জাতীয় দলের উন্নয়ন ও হাই-পারফরম্যান্স কার্যক্রম সরাসরি তদারকি করবে আইসিসি এবং তাদের নিযুক্ত প্রতিনিধিরা।
এছাড়া যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য একটি নরমালাইজেশন কমিটি গঠন করা হবে। এই কমিটি শাসন কাঠামো, কার্যক্রম ও সংগঠনের সংস্কার পরিকল্পনা তৈরি করবে এবং পুরো প্রক্রিয়ায় নজরদারি করবে।
আইসিসির মতে, এই পদক্ষেপ ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিশ্চিত করা হবে, খেলোয়াড়দের ক্যারিয়ার বা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশ কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।