বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপে ৯ ম্যাচে দায়িত্বে থাকবেন আম্পায়ার জেসি

  • ক্রীড়া ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৪৫

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি। নারী ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। ভারতে আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে ৮ দলের এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে সব ম্যাচেই আম্পায়ারিং করবেন নারী অফিসিয়ালরা। জেসিসহ ১৪ জন নারী আম্পায়ার পরিচালনা করবেন বিশ্বকাপের ৩১ ম্যাচ। জেসি ৫ ম্যাচে থাকবেন অনফিল্ড আম্পায়ার। আর ২টি করে ম্যাচে টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আপাতত প্রাথমিক পর্বের ম্যাচগুলোর আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের আম্পায়ারদের নাম পরে জানানো হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের পর্দা উঠবে। এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। মাঠের আম্পায়ার হিসেবে পাঁচ ম্যাচে আম্পায়ারিং করবে তিনি।

গুয়াহাটিতে আগামী ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর কলম্বোতে ইংল্যান্ড-পাকিস্তান ও ২৬ অক্টোবর বিশাখাপত্তনমে ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াইয়ে মাঠে থাকবেন জেসি। উদ্বোধনী ম্যাচের পর ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর টিভি আম্পায়ারের ভূমিকায় তাকে দেখা যাবে ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড ও ২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড লড়াইয়ে। গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত জেসি। এরপর নারী এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করেছেন। এবার বিশ্বকাপে আম্পায়ারিং করে আরেকটি ইতিহাসে ‘প্রথম’ হতে যাচ্ছেন এই আম্পায়ার। বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলেছেন জেসি। ২০১৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা জেসি খেলোয়াড়ি ক্যারিয়ার ছাড়ার পরই আম্পায়ারিং শুরু করেন। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লীগে ছেলেদের টুর্নামেন্টে বড় ম্যাচেও আম্পায়ারিং করেছেন তিনি।

আগামী সেপ্টেম্বর-নভেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ মোট আটটি দল বিশ্বসেরার মুকুট জয়ের লড়াইয়ে নামবে।

এ বিভাগের আরো খবর