ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে সামনের সারিতেই থাকবে আইপিএল। অর্থবিত্ত, ব্র্যান্ড ভ্যালু ও নানা সুযোগ-সুবিধা মিলিয়ে ভারতীয় এই প্রতিযোগিতার ধারেকাছে নেই অন্য কোনো লিগ। দিন দিন আইপিএলের সেই অর্থমূল্য আরও বেড়েই চলেছে। টুর্নামেন্টটির ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি। যা পৌঁছেছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে।
এছাড়া টাটা গ্রুপ আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়েছে- ৫ বছরের এই চুক্তির মূল্য ৩০০ মিলিয়ন ডলার (ভারতীয় মূল্যে যা প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি)। ২০২৫ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলি-রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বভাবতই তাই বেঙ্গালুরু ব্র্যান্ড ভ্যালুতেও শীর্ষে ওঠে গেছে। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২২৭ মিলিয়ন ডলার।
ব্যবসায়িক মূল্যের দিক থেকে বেঙ্গালুরুর পরেই অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। দুইয়ে থাকা হার্দিক-রোহিতদের দলটি গত বছরের ২০৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে এবার হয়েছে ২৪২ মিলিয়ন ডলার। এবার চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে নেমে গেছে, তাদের বাজার মূল্য ২৩৫ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঞ্জাব কিংসের। সর্বশেষ আসরে দারুণ ফর্মে থাকা দলটি যদিও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শ্রেয়াস আইয়ারের এই দলের ব্র্যান্ড ভ্যালু ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলারে।