ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথমে বোলিংয়ের এ সিদ্ধান্ত বিস্ময়ের সৃষ্টি করেছে। চেন্নাইয়ে শেষবার ১৯৮২ সালে টস জিতে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
বোলিং বেছে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, উইকেটে আর্দ্রতা আছে এবং তারা ম্যাচের প্রথম ঘণ্টায় একে কাজে লাগাতে চান।
সফরকারীরা তিন পেসার ও দুই অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সিরিজেও তারা একই পদ্ধতিতে এগিয়েছিল।
স্বাগতিক ভারতও তিন পেসার নিয়ে খেলছে। সঙ্গে আছে দুই স্পিনার।
এর আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জয় পায়নি বাংলাদেশ, তবে সম্প্রতি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতকে কঠিন চ্যালেঞ্জ উপহার দেয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।