টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে অল্প রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ, তবে লিটন দাস ও তৌহিদ হৃদয়ের দৃঢ়তায় সেই ধাক্কা সামলে জয়ের লক্ষ্যে এগোচ্ছে টাইগাররা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার শুরু হওয়া ম্যাচটিতে শুরুতে ব্যাট করতে নেমে ২১ রানের মাথায় কুশল মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অর্ধশতকের আগে ৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় দলটির। এ পর্যায়ে প্যাভিলিয়নের পথ ধরেন কামিন্দু মেন্ডিস।
দলের এ অবস্থা থেকে ২২ রান পর ৭০ রানের মাথায় আউট হন পথুম নিশানকা। তখন চলছিল নবম ওভারের খেলা।
১৫তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে ১০০ রান পূরণ করা শ্রীলঙ্কা হারায় চতুর্থ ও পঞ্চম উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৪ রানে থামে লঙ্কানদের রানের চাকা।
লঙ্কানদের দেয়া হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় এক রানে সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় এ ব্যাটারকে।
সৌম্য আউটের কিছুক্ষণ না যেতেই দলীয় ৬ রানের মাথায় বোল্ড হন ৩ রান করা তানজিদ হাসান।
দ্রুত দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তুষারার শিকার হয়ে ৭ রান করে মাঠ ছাড়তে হয় তাকে।
মাত্র ২৮ রানে তিন উইকেট পড়ার পর দলের হাল ধরেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। আউট হয়ে মাঠ ছাড়ার আগে লিটন ৩৮ বল থেকে ৩৬ এবং তৌহিদ ২০ বল থেকে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এ প্রতিবেদন লেখার সময় ১৭তম ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে বাংলাদেশ। জয়ের জন্য দরকার ছিল ১৮ বল থেকে ১৪ রান।