বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৮৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

  •    
  • ১ জুন, ২০২৪ ২২:১৫

বোলিংয়ের দারুণ নৈপুণ্য দেখালেও চোট নিয়ে মাঠ ছেড়েছেন শরিফুল ইসলাম। বিশ্বকাপের আগমুহূর্তে তাই টাইগার শিবিরে দুশ্চিন্তা বেড়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে রোববার। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এ ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে ভারত।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও সঞ্জু স্যামসন দেখেশুনে ইনিংস শুরু করলেও দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শরিফুল ইসলামের প্রথম ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন স্যামসন (৬ বলে ১)।

মাত্র ১১ রানে প্রথম উইকেট হারানোর পর ঋষভ পন্তকে নিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন রোহিত। তবে সপ্তম ওভারে মাহমুদুল্লার চতুর্থ ডেলিভারিতে লং-অনে রিশাদের হাতে ক্যাচ হয়ে ফিরতে হয় ভারতের অধিনায়ককে। ১৯ বলে দুটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৩ রান করে যান তিনি।

রোহিত চলে গেলেও অন্যপাশে ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন ঋষভ। চারটি করে ছক্কা ও চারে ৩২ বলে নিজের হাফ সেঞ্চুরি করার পাশাপাশি দলীয় স্কোর একশ পার করেন তিনি। তবে ৩২তম বলে সাকিবকে চার মারতে গিয়ে চোট পান দীর্ঘদিন পর দলে ফেরা ঋষভ। ফলে অর্ধশতক করেই মাঠ ছাড়তে হয় তাকে।

এরপর সূর্যকুমার ও শিবম দুবে রানের চাকায় গতি বাড়াতে মনোযোগ দেন। এরইমধ্যে ব্যক্তিগত ৪ রানের মাথায় জীবন পান শিবম। তবে তা পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ১৫তম ওভারের প্রথম বলে শেখ মেহেদীকে ছক্কা হাঁকালেও চতুর্থ বলে লং-অনে থাকা মাহমুদুল্লাহর হাতে ধরা পড়ে ফিরতে হয় তাকে। প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ বলে ১৪ রান করেন তিনি। বাউন্ডারি বলতে কেবল ওই একটি ছক্কাই।

এরপর স্কোর বড় করার চেষ্টা করেন হার্দিক। ১৭তম ওভারের প্রথম তিন বলে তানভীরকে তিনটি ছক্কা মারেন তিনি। তবে পরের বলে এক রান নিয়ে স্ট্রাইক বদলালে সূর্যকুমারের (১৮ বলে ৩১) উইকেটটি শিকার করেন তানভীর। পরের বলেও স্ট্যাম্পিংয়ের মাধ্যমে রবীন্দ্র জাদেজাকে শিকার করতে পারতেন তিনি। তবে রিভিউতে দেখা যায়, লিটন যখন উইকেটে গ্লাভসের আঘাত করছেন, তখন দাগের ওপর রয়েছে জাদেজার পা। ফলে বেঁচে যান তিনি।

১৮তম ওভারে স্লগ ওভার বোলিংয়ের দারুণ নিদর্শন দেখান শরিফুল। ব্যাটারদের শরীরী ভাষা বুঝে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাদের বারবার পরাস্ত করেন তিনি। দুটি ওয়াইড বাদ দিলে ওই ওভারে দেন মাত্র চারটি সিঙ্গেল।

শেষ ওভারেও বোলিং নৈপুণ্যে ভারতের রানের রাশ টেনে ধরেন শরিফুল। তবে পঞ্চম বলে হার্দিকের হাঁকানো শট প্রতিহত করতে গিয়ে আঙুল ফাটান তিনি। বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ার শঙ্কা নিয়ে তিনি মাঠ ছাড়ার পর ওভার শেষ করেন তানজিম।

১৮২ রান সংগ্রহের পথে ২৩ বলে চারটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন হার্দিক। অন্যপাশে জাদেজা ৬ বলে ৪ রান করেন।

এদিন দুহাত ভরে প্রতিপক্ষকে রান দিয়েছেন সাকিব। ব্যক্তিগত চার ওভারে তিনি ৪৭ রান খরচ করেন। এর মধ্যে দলকে উইকেট এনে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে শেখ মেহেদী ছিলেন সবচেয়ে কিপটে। ৪ ওভারে ৫.৫ রেটে মাত্র ২২ রান দিয়ে নেন একটি উইকেট।

এ বিভাগের আরো খবর