চেন্নাই সুপার কিংসের হয়ে খেলায় অংশ নিতে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ভারত রওনা দেন।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে দেশ ছেড়েছেন বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলায় অংশ নিতে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ভারত রওনা দেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছে মুস্তাফিজ নিজেই।
তিনি লিখেছেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য রোমাঞ্চিত ও মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলার পথে। আমার সেরাটা যেন দিতে পারি, দোয়া করবেন।’
এবারের আইপিএলে একমাত্র খেলোয়াড় হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।