বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অলরাউন্ডাররা কুমিল্লার বড় ভরসা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ২৩:৩৮

ক্রিকেট গোল ঘুঁটির খেলা। যেকোনো দিনই ভেঙে পড়তে পারে বিশাল বড় ব্যাটিং লাইনও। তেমনটা হলে কি করবে কুমিল্লা? এমন প্রশ্ন আসতেই পারে। তবে সেটা হলেও খুব বেশি চিন্তার কারণ নেই কুমিল্লার জন্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে তাদের জয় ৭ ম্যাচে। সমান ১৪ পয়েন্ট হলেও রংপুরের চেয়ে রানরেটে পিছিয়ে আছে তারা। কুমিল্লা যে দুই ম্যাচে হেরেছিল, তারমধ্যে একটি ছিল প্রথম ম্যাচ দুর্দান্ত ঢাকার বিপক্ষে। যেটি তাদের প্রত্যেক আসরেরই নিয়মিত অভ্যাস। আর একটি ম্যাচ তারা হেরেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা কুমিল্লার পঞ্চম শিরোপা জয়ের সুযোগ আসলে কতটুকু।

বরাবরই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করে। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। যার প্রমাণ তারা দেখিয়েছে ইতোমধ্যেই। কুমিল্লার শক্তির জায়গা নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে কুমিল্লার অলরাউন্ড শক্তি। যেই বিভাগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পথ দেখাবে আন্দ্রে রাসেল, সুনিল নারিন, মঈন আলি, উইল জ্যাকসরা। ইতোমধ্যেই নিজেদের শক্তির জানান দিয়েছেন মঈন আলি আর উইল জ্যাকস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে উইল জ্যাকসের ঝড়ো শতকের কথা মনে থাকার কথা নিশ্চয়ই। এরপর মঈন আলির এক ইনিংসে চার উইকেটের পাশাপাশি শেষদিকে এসে ঝড়ো ইনিংস খেলার সামর্থ্য। আর রাসেল, নারিনরা এলে সেই শক্তি হবে আরও দ্বিগুণ।

কুমিল্লার জন্য সুখবর হয়ে এসেছে লিটন-হৃদয়দের রানে ফেরা। বিপিএলের গত আসর দিয়েই আলোচনায় এসেছিলেন তৌহিদ হৃদয়। তবে এবারের আসরের শুরুর দিকে তেমন রান ছিল না তার ব্যাটে। শেষ কয়েকটি ম্যাচে হেসেছে হৃদয়ের ব্যাট। এবারের আসরের প্রথম শতকও এসেছে তার ব্যাট থেকেই। আক্ষেপে পুড়েছে আরেকটি শতকের। সমালোচনার পর শেষ কয়েক ম্যাচেই হেসেছে লিটন দাসের ব্যাটও। ফর্মে জাকির আলি অনিকও। পাশাপাশি বিদেশিরা তো আছেনই। যেটা ভরসা জোগাচ্ছে কুমিল্লাকে।

ক্রিকেট গোল ঘুঁটির খেলা। যেকোনো দিনই ভেঙে পড়তে পারে বিশাল বড় ব্যাটিং লাইনও। তেমনটা হলে কি করবে কুমিল্লা? এমন প্রশ্ন আসতেই পারে। তবে সেটা হলেও খুব বেশি চিন্তার কারণ নেই কুমিল্লার জন্য। কারণ পুরো বিপিএল জুড়েই অনবদ্য কুমিল্লার বোলিং লাইনআপ। বিশেষ করে দুই স্পিনার তানভীর ইসলাম ও আলিস ইসলাম। বিপিএলে পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন আলিস। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও ৩ স্পিনার, যাদের দুজন আবার অলরাউন্ডার। অলরাউন্ডার মঈন আলি, উইল জ্যাকস আর দেশি লেগস্পিনার রিশাদ হোসাইন। ইতোমধ্যেই এক ইনিংসে চার উইকেট শিকার করেছেন মঈন আলি। চার উইকেট পেয়েছেন রিশাদ হোসাইনও। বোলিংয়ের শক্তির বড় ভরসা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য।

৯ ম্যাচ খাটো করে দেখার সুযোগ নেই কুমিল্লার কোনো বিভাগকেই। নিজেদের জায়গা থেকে পারফর্ম করেছে সব বিভাগেই। সবকিছু বিভাগ মেলালে এখন বেশ ব্যালেন্স দল কুমিল্লা। যেটা ভিক্টোরিয়ান্সদের স্বপ্ন দেখাচ্ছে পঞ্চম শিরোপা জয়ের। সেই দৌড়ে বেশ এগিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ বিভাগের আরো খবর