শেষদিকে এসে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের প্রথম চারে ওঠার লড়াই। ইতোমধ্যে ৯ ম্যাচ খেলে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। শেষদিকে এসে দুর্দান্ত খেলছেন সাকিব-নুরুলরা। টানা ৬ ম্যাচে জয় পেয়েছেন তারা। এতে অনানুষ্ঠানিকভাবে শেষ চার নিশ্চিত হয়ে গেছে উত্তরবঙ্গের দলটির।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সও আছে বেশ স্বাচ্ছন্দ্যে। ৮ ম্যাচ খেলে ৬ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুর দিকে কয়েক ম্যাচে হারলেও ছন্দ ফিরে এসেছে তাদের। শেষ কয়েক ম্যাচেই দুর্দান্ত খেলেছেন লিটন দাসরা। সবশেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তো খেলেছে আসরের সর্বোচ্চ রানের ইনিংস। এখনও দলের সঙ্গে যোগ দেননি কুমিল্লার বেশকিছু বিদেশি খেলোয়াড়। খুব দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তারা। সেক্ষেত্রে কুমিল্লার শক্তি বেড়ে যাবে আরও। আর এক বা দুটি ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেষ চার।
ভালো দল গঠন করেও শুরুর দিকে হারের বৃত্তে ছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। বিপিএলের অর্ধেকে এসেও তাদের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের নিচের দিকেই। সেসব ভুলে জয়ের ধারায় ফিরেছে বরিশাল। শেষ দুই ম্যাচেই পেয়েছে জয়। ৯ ম্যাচ খেলে ৫ জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। তামিমদের এখনও বাকি ৩ ম্যাচ। এর মধ্যে দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সুপার ফোর।
শেষ চারের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। মজার ব্যাপার হলো, শুরুর দিকে এই দুই দল লড়াই করত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার জন্য, কিন্তু শেষদিকে এসে দুই দলই খেই হারিয়ে ফেলেছে। হারের বৃত্তে আটকে গেছে খুলনা আর চট্টগ্রাম।
মূলত বিদেশি খেলোয়াড়রা চলে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছে দল দুটি। ইনফর্ম আভিস্কা ফার্নান্দো ও নাজিবুল্লাহ জাদরানের বিকল্প খুঁজে পাচ্ছে না চট্টগ্রাম। নতুন যোগ দেওয়া জস ব্রাউন কিংবা টম ব্রুস কেউই মেলে ধরতে পারছেন না নিজেদের। বোলিংয়ে ছন্নছাড়া আল-আমিন ও শহিদুল ইসলামরা। এ অভাবটাই ভোগাচ্ছে চট্টগ্রামকে। সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। সব মিলিয়ে ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আছে টেবিলের ৪ নম্বরে।
অন্যদিকে, টানা চার হারে বেশ বিপাকেই পড়েছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ-ফাহিম আশরাফদের মতো কার্যকর অলরাউন্ডারের অভাব ভোগাচ্ছে তাদের। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে চট্টগ্রাম থেকে পিছিয়ে অবস্থান করছে টেবিলের পাঁচ নম্বরে।
সব মিলিয়ে বিপিএলের এই পর্যায়ে এসে সুপার ফোরে টিকে থাকার জোর লড়াই চলছে খুলনা আর চট্টগ্রামের মধ্যে। এই দুই দলের যেকোনো এক দল বাদ পড়ে যেতে পারে সুপার ফোর থেকে।