বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সব ফরম্যাটে অধিনায়ক শান্ত, বিসিবির একাধিক পদে পরিবর্তন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০৫

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। এ ছাড়া প্রধান নির্বাচক পদে নান্নুর স্থলাভিষিক্ত হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও।

সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে ২০১৭ সালের এপ্রিলে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করে বাংলাদেশ। প্রায় ৬ বছর পর গত বছরের আগস্টে সাকিবের হাত ধরেই ফের তিন ফরম্যাটে এক অধিনায়কে ফেরে টাইগাররা। এবার তিন ফরম্যাট থেকেই দায়িত্ব ছাড়ায় সাকিবের নেতৃত্ব অধ্যায়ের ইতি ঘটল।

সোমবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।

সেইসঙ্গে বিসিবির ব্যবস্থাপনায়ও আনা হয়েছে একাধিক পরিবর্তন। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার স্থলাভিষিক্তক হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। আর নতুন প্যানেলেও ঠাঁই হয়েছে আব্দুর রাজ্জাকের।

শান্তকে অধিনায়কের দায়িত্ব দেয়া প্রসঙ্গে পাপন বলেন, ‍‘বোর্ড মিটিংয়ে অধিনায়ক নিয়েই বেশি সময় কথা বলতে হয়েছে। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তিনটা ফরম্যাটেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা তাকে এক বছরের জন্য নির্বাচন করেছি।’

সাকিবের বিষয়ে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে- ওর চোখের সমস্যা এখনও যায়নি। আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। কাজেই তাকে আসলে পাবো কি না- আমরা নিশ্চিত না।

‘অধিনায়ক হিসেবে সবসময়ই ও আমাদের প্রথম পছন্দ ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি।’

এদিকে, এতদিন ধরে জাতীয় দলের নির্বাচকের কাজ করে আসছিল মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের প্যানেল, যেখানে নেতৃত্বে ছিলেন নান্নু। গত বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়। দলের ভরাডুবি ও খেলোয়াড় নির্বাচন নিয়ে নানা সময়ে সমালোচনা হয়েছে সদ্য বিদায়ী নির্বাচক প্যানেল নিয়ে।

প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের সাবেক অধিনায়ক। এর আগে বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

এ বিভাগের আরো খবর