দুই দিন বিরতির পর আবারও শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি। যথারীতি এদিনও রয়েছে দুটি ম্যাচ। মিরপুর পর্ব পেরিয়ে এবার বিপিএল উৎসবে মাতবে সিলেটবাসী।
মিরপুর পর্বে বেশিরভাগ ম্যাচই ছিল লো স্কোরিং। কিন্তু সিলেট পর্ব শুরু হওয়ার আগে আশা করা যাচ্ছে, এই পর্বে মাঠে বইবে রানের ফোয়ারা। আশা করাটাও যৌক্তিক। কারণ সিলেটের পিচ বরাবরই থাকে ব্যাটিংবান্ধব। গত মৌসুমেও এই ভেন্যুতে দেখা গিয়েছিল বেশ কিছু হাই স্কোরিং ম্যাচ।
পাশাপাশি এবারের বিপিএলের সিলেট পর্বেও থাকছে বেশ কিছু বিদেশি ক্রিকেটারের আনাগোনা। মূলত বিভিন্ন দেশ থেকে এখনও অনেক বিদেশি ক্রিকেটার উড়িয়ে আনছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিপিএলে এখন পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছে খুলনা টাইগার্স। গত আসরে খুব একটা সফলতা না পেলেও এবার এনামুল হক বিজয়ের নেতৃত্বে দুই ম্যাচেই জয় পেয়েছে খুলনা। দলটি আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এবার সিলেট পর্বে মাঠে নামার আগে দলটি পেল বড় সুখবর। দলটিতে যোগ দিচ্ছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম, স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও শ্রীলঙ্কার সাবেক সাদা বলের ক্রিকেটের অধিনায়ক দাশুন শানাকার মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো বেশকিছু তারকা। যদিও এসব ক্রিকেটার এর আগেও খেলেছেন বিপিএলের মঞ্চে। এ ছাড়া জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন তারা।
এই তিনজন খুলনায় যোগ দিলে দলটির বিদেশি ক্রিকেটার বাদ দেয়া নিয়ে পড়তে হবে মধুর সংকটে। কারণ দলটিতে গত দুই ম্যাচে খেলেছেন এভিন লুইস, ফাহিম আশরাফ ও ওসানে থমাসরা। বিদেশি ছয় ক্রিকেটার থেকে তাই দুইজনকে বেঞ্চে রাখতে হবে দলটির।
খুলনার তিন ক্রিকেটার ছাড়াও বিপিএলের সিলেট পর্বে যোগ দিচ্ছেন আরও কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিচ্ছেন ৩৯ বছর বয়সি স্পিনার সামিত প্যাটেল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাচ্ছে অস্ট্রেলিয়ান জশ ব্রাউনকে। পাশাপাশি পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনও ইতোমধ্যে যোগ দিয়েছেন দলটিতে।
এ ছাড়া চলমান বিপিএলের মাঝপথে আরেক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালে যোগ দেয়ার কথা রয়েছে দুই ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মেয়ার্স এবং ওবেদ ম্যাককয়ের। এমনকি টুর্নামেন্টের শেষ দিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দেয়ার কথা রয়েছে আন্দ্রে রাসেল এবং মঈন আলীদের মতো আইপিএল মাতানো তারকাদের।