বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের ৪৩তম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের পুনেতে শনিবার নিজেদের নবম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হওয়ার পর বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় পয়েন্ট টেবিলে সেরা আটের মধ্যে থাকার। কেননা আটের মধ্যে থাকতে না পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে খেলতে পারবে না বাংলাদেশ। এরই মধ্যে ৮ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে অবস্থান করছে। এ অবস্থান ধরে রাখতে হলে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয় না পেলেও অন্তত পরাজয়ের ব্যবধান কমাতে হবে।
বর্তমান পরিস্থিতিতে পয়েন্ট অর্জনের চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকার ব্যাপারটি বেশি প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের কাছে। এ জন্য হিসাবি ক্রিকেট খেলতে হবে টাইগারদের।
অন্যদিকে আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় আজ আনুষ্ঠানিকতার ম্যাচ অস্ট্রেলিয়ার, তবে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে যেতে চাইবে তারা। তাই ম্যাচটি গুরুত্ব দিয়েই খেলবে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচে আজ ভালো লড়াই হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, ম্যারনাস ল্যাবুশেন, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।