ইন্টার মিয়ামি সিএফ তারকা লিওনেল মেসি অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় ও ইন্টার মিয়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যাম প্যারিসে মেসিকে পুরস্কারটি তুলে দেন বলে ইএসপিএনের মঙ্গলবারের প্রতিবেদনে জানানো হয়।
নিজের অর্জন নিয়ে মেসি বলেন, ‘আমার এমন ক্যারিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য আমার সঙ্গে ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা ও ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’
এ ছাড়াও সোমবার রাতে ব্যালন ডি’অর পুরস্কারের মঞ্চে সেরা গোলরক্ষকের জন্য এমিলিয়ানো মার্টিনেজ ইয়াশিন শিরোপা জিতেছেন।
সেই সঙ্গে ২১ বছরের কম বয়সী বিশ্বের শীর্ষ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামকে দেয়া হয়েছে কোপা ট্রফি।