বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিকেটের পল্লব ক্রিকেটের হিল্লোল দেখাল আফগানিস্তান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০৪

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও রহমত শাহর ফিফটির সঙ্গে হাশমতউল্লাহ শাহিদীর কার্যকরী ইনিংসের সুবাদে ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা ফেলে হাশমতউল্লাহ শাহিদীর দল।

চলমান বিশ্বকাপে আবারও চমক দেখাল আফগানিস্তান। তাদের দ্বিতীয় শিকার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। নিজেদের পঞ্চম ম্যাচে গতকাল বাবর আজমের দলকে ৮ উইকেটে হারিয়ে আবারও অঘটন ঘটিয়েছে আফগানরা। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চমক দেখিয়েছিল তারা।

চেন্নাইয়ে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও রহমত শাহর ফিফটির সঙ্গে হাশমতউল্লাহ শাহিদীর কার্যকরী ইনিংসের সুবাদে ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা ফেলে হাশমতউল্লাহ শাহিদীর দল।

লক্ষ্য তাড়ায় দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটিতে আসে ১৩০ রান। দ্বিতীয় ইনিংসের ২২তম ওভারে ৫৩ বলে ৬৫ রানের মারকুটে ইনিংস খেলে গুরবাজ বিদায় নিলে ভাঙে এই জুটি।

এরপর ওয়ানডাউনে নামা রহমত শাহকে নিয়ে রান তুলতে থাকেন ইব্রাহিম। তাদের জুটিও দারুণ জমে যায়। দুজনেই দেখা পান ফিফফির। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ১১৩ বলে ৮৭ রান করে আউট হন ইব্রাহিম।

তবে শেষ পর্যন্ত টিকে ছিলেন রহমত। তার সঙ্গে সমানতালে ব্যাট চালিয়েছেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ৪৮তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন এই আফগান অধিনায়ক। তিনি অপরাজিত থাকেন ৪৫ বলে ৪৮ রান করে। আর ৮৪ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন রহমত।

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোভাবেই করেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক। উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। দলীয় ১১তম ওভারে ২২ বলে ১৭ রানের ইনিংস খেলে ইমাম সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর ওয়ানডাউনে নামা বাবর আজমকে সঙ্গে নিয়ে উইকেটে থিতু হন শফিক। দুজনই ব্যাট হাতে ছিলেন বেশ সাবলীল। আগে ফিফটি তুলে নেন শফিক। তবে ফিফটির পর বেশিক্ষণ টেকেননি এই ওপেনার। ৭৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে দলীয় ১১০ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি।

এর একটু পরেই ১০ বলে ৮ রান করে বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে ফিফটির দেখা পান বাবর।

এর মাঝে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন সৌদ শাকিল। ৩৪ বলে ২৫ রান করে আউট হন শাকিল।

ফিফটির পর আরও কিছুক্ষণ ক্রিজে ছিলেন বাবর। সুযোগ ছিল সেঞ্চুরি করার। তবে শেষমেশ ৯২ বলে ৭৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন পাক অধিনায়ক।

শেষ দিকে দলের হাল ধরেন শাদাব খান এবং ইফতিখার আহমেদ। তাদের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে বড় হতে থাকে পাকিস্তানের ইনিংস। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ২৭ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন ইফতিখার। একদম শেষ বলে আউট হওয়ার আগে ৩৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন শাদাব খান। এ ছাড়া ৩ বলে ৩ রান করে ক্রিজে টিকে ছিলেন শাহীন শাহ আফ্রিদি।

আফগানিস্তানের হয়ে ৪৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেন অভিষিক্ত নুর আহমেদ। ২ উইকেট তোলেন নাভিন-উল-হক। এ ছাড়া ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাই।

এ বিভাগের আরো খবর