বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পঞ্চম ম্যাচেও জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ অক্টোবর, ২০২৩ ২৩:৪৬

ধর্মশালায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রোহিত শর্মার দল।

চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে ভারত। রোববার নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এই জয়ে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাদের। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত।

ধর্মশালায় এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৩ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রোহিত শর্মার দল।

লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দারুণ শুরু এনে দেন। তাদের ওপেনিং জুটিতেই আসে ৭১ রান। ১২তম ওভারে ৪০ বলে ৪৬ রান করে বিদায় নেন রোহিত। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি গিলও। দলীয় ১৪তম ওভারে ২৬ রানে বিদায় নেন এই ওপেনার। তবে এর আগে আমলার একটি রেকর্ড ভাঙেন গিল। ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের মালিক বনে যান তিনি। ৪০ ইনিংসে ব্যাট করে এই রেকর্ড গড়েছিলেন আমলা। ২ ইনিংস কম খেলে তাকে ছাড়িয়ে গেছেন গিল।

দুই ওপেনার বিদায় নেয়ার পর হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। অবশ্য ১৫তম ওভারের দ্বিতীয় বল পরেই মাঠ ঢেকে যায় কুয়াশায়। পরের ওভারের শেষদিকে খেলাই বন্ধ হয়ে যায় ঘন কুয়াশার কারণে। মিনিট দশেক পর কুয়াশা কেটে গেলে ফের শুরু হয় খেলা। এরপর ইনিংস মেরামতে মনোযোগ দেন কোহলি ও আইয়ার। দুজনে যোগ করেন ৫২ রান। ২২তম ওভারে দারুণ খেলতে থাকা আইয়ার ৩৩ রান করে বিদায় নেন।

৩ উইকেট হারালেও ফের হাল ধরেন কোহলি। তাকে যোগ্য সঙ্গ দেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। ৫০-এর বেশি রান যোগ করার পর এই জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৩৫ বলে ২৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে কোহলি হার মানেননি। ৬০ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬৯তম ফিফটি তুলে নেন তিনি।

এই ফিফটির মাধ্যমে বিশ্বকাপে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার রেকর্ডে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। দুজনেই বিশ্বকাপে ১২টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। একই কীর্তি আছে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার। তারা তিনজনই যৌথভাবে আছেন তালিকার দুইয়ে। ২১ বার ৫০ বা তার বেশি রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

কোহলি ফিফটির দেখা পাওয়ার পরের ওভারেই রানআউট হয়ে ফেরেন সূর্যকুমার যাদব (২)। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে উইকেট বিলিয়ে আসেন তিনি। শেষদিকে মারকুটে ব্যাটিং করেন রবীন্দ্র জাদেজা৷ সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৫ রানে আউট হন কোহলি।

তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জাদেজা। ৪৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। আর ১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রাচিন রবীন্দ্র। ১টি উইকেটের দেখা পান মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় চতুর্থ ওভারে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার ডেভন কনওয়ে। আরেক ওপেনার উইল ইয়াং সাজঘরে ফেরেন দলীয় নবম ওভারে। তার ব্যাট থেকে আসে ১৭ রান।

শুরুর এই ধাক্কা বেশ ভালোভাবে সামাল দেন ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্র। তারা দুজনে মিলে নিউজিল্যান্ডকে টানতে থাকেন।

দারুণ ব্যাটিংয়ে ৫৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান রাচিন। এর পরপরেই ৬০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল।

দুজনই সেঞ্চুরির পথে হাঁটলেও সেঞ্চুরি পাওয়া হয়নি রাচিনের। ৮৭ বরে ৭৫ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন তিনি। তবে সেঞ্চুরি দেখা পান মিচেল। ১০০ বল মোকাবিলায় পৌছে যান তিন অঙ্কের ঘরে।

পাঁচে নেমে সুবিধা করতে পারেননি টম লাথাম। ৫ রান করে বিদায় নেন এই কিউই অধিনায়ক। ভালো শুরু করেছিলেন গ্লেন ফিলিপস। তবে ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার। ২৩ রান করে ফেরেন সাজঘরে। এরপর মার্ক চ্যাপম্যান ও মিচেল স্যান্টনার কেউই থিতু হতে পারেননি।

সেঞ্চুরির পর কিছুক্ষণ টিকে থেকে নিউজিল্যান্ডের রান বাড়াতে থাকেন মিচেল। পরে তিনি আউট হন ১২৭ বলে ১৩০ রান করে। আর নিউজিল্যান্ড সংগ্রহ পায় ২৭৩ রানের।

ভারতের হয়ে ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি উইকেট নেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এ বিভাগের আরো খবর