বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে একে অপরের প্রতিপক্ষ দু দল।
ভারতের লক্ষ্ণৌতে শনিবার সকালে এই ম্যাচ শুরু হয়েছে। টস জিতে শুরুতে ব্যাটিং নেয় নেদারল্যান্ডস।
৪৯ ওভার চার বলে ১০ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করেছে ২৬২ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা।
গত জুনে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ দেখা হয়েছিল শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের। ওই আসরে সুপার সিক্স পর্বে ও ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিল লঙ্কনরা। বাছাই পর্বের সেরা দু দল হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।
সব মিলিয়ে ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। এতে শ্রীলঙ্কার জয় ৫টিতে। শূন্য নেদারল্যান্ডস।