প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে বেশ চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছিল অস্ট্রেলিয়া, তবে সময় যত গড়াচ্ছিল টার্গেটটা আর তত বড় মনে হচ্ছিল না। আস্তেধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিল পাকিস্তান, কিন্তু শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। ৩৬৮ করে জয় ছিনিয়ে নেয়ার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে পাকিস্তান ৪৫ ওভার ৩ বলে ৩০৫ রান করে। অস্ট্রেলিয়ার কাছে এ ম্যাচে পাকিস্তান হেরেছে ৬৩ রানে।
ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে এদিন মুখোমুখি হয় এ দুই দল। ব্যাটিংয়ে নেমেই দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। শুরুতে জুটি গড়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ২০০ রানের পর ভাঙে জুটি। ডেভিড ওয়ার্নার করেছেন ১৬৩, মিচেল মার্শ ফিরেছেন ১২১ রান নিয়ে। একে একে ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
টানা দুই জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অপরদিকে, প্রথম দুই হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। পরের ম্যাচে বিশ্বকাপে রেকর্ড জয়ের নজির গড়ে দলটি।
এর আগের হিসাবে ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া, যেখানে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অজিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। এমনকি বিশ্বকাপের মঞ্চেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১০ বারের দেখায় ৬টিতে জিতেছে অজিরা। ৪টি জয় আছে পাকিস্তানের। সর্বশেষ দুই বিশ্বকাপে জিতেছে অস্ট্রেলিয়া।