বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোহলির ব্যাটিং তাণ্ডবে শোচনীয় হার বাংলাদেশের

  • চৌধুরী জাফরউল্লাহ শারাফাত   
  • ১৯ অক্টোবর, ২০২৩ ২৩:০০

পুনের মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪২ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে ৯৭ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কোহলি।

বিরাট কোহলির সেঞ্চুরি ও শুভমান গিলের হাফসেঞ্চুরির সঙ্গে অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে চলমান বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে ভারত। বৃহস্পতিবার তারা বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

পুনেতে এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় টাইগারদের হয়ে টস করতে আসেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান পড়ে সাকিবের।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪২ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে ৯৭ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন কোহলি।

লক্ষ্য তাড়ায় চড়াও হয়ে খেলতে থাকেন ভারতের ওপেনাররা। অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে শুভমান গিল গড়েন ৮৮ রানের জুটি। ত্রয়োদশ ওভারে দলীয় ৮৮ রানে বিদায় নেয়ার আগে ৪০ বলে ৪৮ রান করেন রোহিত। দলীয় ১৩২ রানে আরেক ওপেনার গিলও বিদায় নেন। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৫৩ রান করেন তরুণ এই ক্রিকেটার।

ওয়ানডাউনে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলি। এর মাঝে শ্রেয়াস আইয়ার বিদায় নেন ১৯ রান করে। এরপর উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলকে নিয়ে হেসেখেলে জয়ের পথে পা বাড়ান কোহলি। শেষদিকে হিসাব করে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। অপরাজিত থাকেন ৯৭ বলে ১০৩ রান করে। এ ছাড়া ৩৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন রাহুল।

বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ১টি উইকেটের দেখা পান হাসান মাহমুদ। এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ৯৩ রান তুলে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়েন তারা। এর আগে নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ৬৯ রান করেছিলেন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া তানজিদের আউটে ভাঙে এই জুটি। দলীয় ১৫তম ওভারে ৪৩ বলে ৫১ রানের মারকুটে ইনিংস খেলে বিদায় নেন তিনি। তার বিদায়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

দলের ১১০ রানের মাথায় ১৭ বলে ৮ রান করে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর দলীয় ১২৯ রানের মাথায় ১৩ বলে ৩ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত আগলে রেখে ফিফটির দেখা পান লিটন। ফিফটির পর কিছুক্ষণ টিকে ছিলেন তিনি। তবে দলীয় ১৩৭ রানে লিটন বিদায় নিলে চাপে পড়ে যায় টাইগাররা। দলের পক্ষে ৮২ বলে সর্বোচ্চ ৬৬ রান আসে লিটনের ব্যাট থেকে।

ইনিংস লম্বা করতে পারেননি মিডল অর্ডার তাওহীদ হৃদয়৷ ধীরগতিতে ব্যাটিং করে ৩৫ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। শেষদিকে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলের প্রয়োজনে কার্যকর ইনিংস খেলেন। ৪৬ বলে ৩৮ রান করে বিদায় নেন মুশফিক। তবে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান রিয়াদ। এর মাঝে নাসুম আহমেদ ১৮ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন।

জাসপ্রিত বুমরাহর শিকার হওয়ার আগে ৩৬ বলে ৪৬ রান করেন রিয়াদ। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকান পেসার শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ।

ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।

এ বিভাগের আরো খবর