নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে- তা আগেই জানিয়েছিল বিসিবি। খেলা শেষ হতেই বিসিবির ফেসবুক পেজে ভেসে উঠল একটি ভিডিও। তাতেই এক ব্যাতিক্রমী উপস্থাপনায় দেখা গেল বিশ্বকাপে বাংলাদেশের হয়ে পারফরম করতে যাওয়া খেলোয়াড়দের।
তবে গুঞ্জন সত্যি করে ভিডিওতে ভেসে ওঠেনি তামিম ইকবালের চেহারা। অর্থাৎ, বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত রাখা হয়নি ২০০৭ সাল থেকে বাংলাদেশের ওপেনিংয়ের দায়িত্ব সামলানো অভিজ্ঞ এ ব্যাটারকে।
তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বিশ্বকাপের জার্সিও প্রকাশ করা হয়েছে ওই ভিডিওতে।