বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টার্গেট ২৫৮, এবার ব্যাটারদের পালা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩০

বোলারদের কাজ ঠিকঠাকভাবেই করেছেন তারা। শ্রীলঙ্কাকে আড়াশ’র আশপাশে বেঁধে রেখেছেন। তবে ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারলেই স্বস্তি পাবে টাইগার ভক্তরা।

আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের হতাশ করেছে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটাররা। তবে তৃতীয় উইকেট জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে যায় লঙ্কানদের মিডল অর্ডার। শেষ পর্যন্ত সাদিরা সামারাবিক্রমার ব্যাটে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলতে সক্ষম হয়েছে তারা।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বোলারদের কাজ ঠিকঠাকভাবেই করেছেন তারা। শ্রীলঙ্কাকে আড়াশ’র আশোপাশে বেঁধে রেখেছেন। তবে ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারলেই স্বস্তি পাবে টাইগার ভক্তরা।

আগের তিন ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য ছিল টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে। উইকেট ও কন্ডিশন বিবেচনায় টস জিতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

বৃষ্টির কারণে কলম্বোর উইকেটে শুরু থেকেই ছিল সুইং। সেই সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। যদিও রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান লঙ্কানরা। তবে উদ্বোধনী জুটি দ্রুতবেগে রান তুলতে থাকে।

এরপর ষষ্ঠ ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৮ রান করে অভিজ্ঞ দিমুথ করুনারত্নে বিদায় নিলে উইকেটে থিতু হন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটি। দ্বিতীয় উইকেটে স্কোরবোর্ডে তারা যোগ করেন ৭৪ রান।

এসময়ে ফিল্ডারদের ব্যর্থতায় বেশ কয়েকবার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ব্যক্তিগত ৩৬ রানে হাসান মাহমুদের বলে পাথুম নিশাঙ্কার ক্যাচ গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন মুশফিকুর রহিম। এরপর শরিফুলের শর্ট লেংথের বলে পুল করেছিলেন মেন্ডিস, স্কয়ার লেগে থাকা শামীমের হাত গলে সেটি ছক্কা হয়ে যায়। একটু পেছনে থাকলে ক্যাচটি তিনি অনায়াসে নিতে পারতেন। ফলে ২৯ রানে জীবন পেয়ে যান মেন্ডিসও।

নিশাঙ্কা-মেন্ডিস জুটিতেই শতরান পার করে শ্রীলঙ্কা। ২৩.২তম ওভারে শরিফুলের লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন নিশাঙ্কাকা। আর এতেই ভাঙ্গে ৭৪ রানের জুটি। তার আগে অবশ্য ৫০ বলে ৩০ রান করেন তিনি।

এরপর ৭২ বলে অর্ধশতক তুলে নেন মেন্ডিস। কিন্তু এর পরই হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ফলাফল, যা হওয়ার তাই! শরিফুলের বাউন্সারে আপার কাট করতে গিয়ে ব্যর্থ হন তিনি। থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা তাসকিন সেটিকে তালুবন্দি করতে ভুল করেননি।

তার পর থেকে নিয়মিত বিরতিতে ক্রিজে আসা-যাওয়া শুরু হয় লঙ্কান ব্যাটারদের। চারিথা আসালাঙ্কাকে বেশিক্ষণ থিতু হতে দেননি তাসকিন। স্লোয়ারে বিভ্রান্ত হয়ে টপ এজ করেন তিনি। লং অফ থেকে দৌড়ে গিয়ে সেই ক্যাচ লুফে নেন সাকিব।

১০ রান করে ফেরা আসালাঙ্কার পর হাসান মাহমুদের করা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে মুশফিকের হাতে ক্যাচের শিকার হন ধনঞ্জয়া ডি সিলভা। ৬ রান করে তিনি সাজঘরে ফিরলে দাসুন শানাকাকে নিয়ে আবারও বড় জুটি গড়ার চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা।

এর মধ্যেই ৪২ বলে অর্ধশতক তুলে নেন সামারাবিক্রমা। তবে ৪৬.৪তম ওভাবে হাসানের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান শানাকা। ফলে ভাঙে সামারাবিক্রমা ও শানাকার ৬০ রানের জুটি।

শেষদিকে দুনিথ ওয়েলালাগেকে রান আউট করেন হাসান। ইনিংসের শেষ ওভারে তাসকিনের ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে ফেরেন মাহিশ থিকশানা। আর শেষ বলে পরপর দ্বিতীয় ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন সাদিরা সামারাবিক্রমা। তিনি ৭২ বলে ৯৩ রান করে আউট হলে ২৫৭ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

৯ উইকেটের একটি রান আউট বাদে সবগুলোই গিয়েছে পেসারদের ঝুলিতে। এর মধ্যে তাসকিন নিয়েছেন চারটি উইকেট আর হাসান মাহমুদ দুটি।

এ বিভাগের আরো খবর