একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষ খেলা বলতে শুধু ফুটবলকেই চিনত কিংবা জানত। বিনোদন অথবা উপভোগের একমাত্র ক্রীড়া বলতেও ছিল ওই ফুটবল।
ক্রিকেট যে একটি উত্তেজনাপূর্ণ খেলা, ক্রিকেটও যে একটি জনপ্রিয় খেলা হতে পারে বাঙালি জাতিকে প্রথম জানিয়েছিলেন তিনি। একটা সময় পর্যন্ত ভাটির এই দেশে ক্রিকেট নিয়ে কথা বলতেন ওই একটি কণ্ঠ।
সেই শুরু। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেটের নানা উত্থান-পতনের গল্পের সঙ্গে বেশ ভালোভাবেই জড়িয়ে আছে একটি নাম- চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
দেশবরেণ্য এই ক্রীড়া ধারাভাষ্যকার দীর্ঘ পথচলায় গড়েছেন করেছেন অনন্য এক রেকর্ড। এই লিজেন্ডের কমেন্ট্রি জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে সোমবার।
ঐতিহাসিক দৈনিক বাংলা পত্রিকা নতুন আঙ্গিকে প্রকাশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার গুলশানে হোটেল ওয়েস্টিনে ছিল জমকালো আয়োজন। ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানের একপর্যায়ে তথ্যমন্ত্রী ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের হাতে ধারাভাষ্য ক্যারিয়ারের ৪০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রসঙ্গত, চৌধুরী জাফরউল্লাহ শারাফাত দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছেন। তার সম্পাদনায় পাঠক-মন জয় করে চলেছে দৈনিক বাংলা।
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত জীবনে বহুবার বাংলাদেশের সাফল্যে সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেট, সুউচ্চ কণ্ঠে লাল-সবুজের জয়গান গেয়েছেন। শ্রোতাদের মুগ্ধ করার অদ্ভুত এক কারিশমা রয়েছে এই লিজেন্ড ধারাভাষ্যকারের কণ্ঠে। প্রেক্ষাপট বিবেচনায় খেলার সঙ্গে ধারাবিবরণীতে শ্রোতার মনে উচ্ছ্বাসের ঢেউ জোয়ার বইয়ে দেন দরাজ কণ্ঠের অধিকারী এই ব্যক্তিত্ব।
১৯৯৭ সালের ১৩ এপ্রিল মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে ষষ্ঠ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন্সশিপে উৎকণ্ঠা, উত্তেজনা, নখ কামড়ানো রোমাঞ্চে ভরপুর এক ম্যাচ দিয়ে দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হয় সোনালী অধ্যায়ের। আর এই খবর দেশের কোটি কোটি ভক্তের কানে প্রথম পৌঁছে দেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
তার সেই বার্তায় নেচে ওঠে পুরো বাংলাদেশ। সেদিন বাংলাদেশ বেতারে চিৎকার দিয়ে তার বলা ‘এবং বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন’ বাক্যটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সমার্থক শব্দ হয়ে আছে।
খ্যাতিমান এই ধারাভাষ্যকার তার কমেন্ট্রি ক্যারিয়ারে ধারাবাহিকভাবে ১৬টি বিশ্বকাপে কমেন্ট্রি করে বিশ্বরেকর্ড গড়েছেন। আগামী অক্টোবরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ কমেন্ট্রি করলে টানা ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ১৭ বিশ্বকাপে কমেন্ট্রি করে নিজের রেকর্ড নিজেই ভাঙবেন তিনি।
বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের ঐতিহাসিক দুটি বিজয়সহ মোটামুটি সব বিজয়ের ঘোষণা দেশে কিংবা বিদেশে প্রথম চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের কণ্ঠেই জাতি শুনতে পেয়েছে- ‘বাংলাদেশ জিতে গেল’।
নিউজবাংলাকে যা বললেন
ধারাভাষ্যে এমন অনন্য অর্জনের বিষয়ে জানতে চাইলে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত হেসে ফেলেন। হাসতে হাসতেই নিউজবাংলাকে তিনি বলেন, সে তো আজকের কথা নয়রে ভাই। ধারাভাষ্যে হাতেখড়ি ক্লাস নাইনে পড়ার সময়। সেই যে জড়িয়ে পড়া, তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে জড়িয়ে থেকেছি। আজও আছি। খেলার প্রতি প্রবল আগ্রহ আর ভালোবাসা এর একটি বড় কারণ। এটা আমি উপভোগও করি দারুণভাবে। আগামী দিনগুলোতেও যতদিন সম্ভব এভাবেই নিজেকে ধারাভাষ্যের সঙ্গে জড়িয়ে রাখবো।’