বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি খেলোয়াড় কাইসেদো

বেশ কয়েক মাস ধরে কাইসেদোকে টার্গেট করে আসছিল চেলসি। তার এজেন্টের সঙ্গে নিয়মিত কথা চলছিল বলে জানিয়েছেন রোমানো। সবশেষ চলতি দলবদলের মৌসুমে প্রথম আনুষ্ঠানিক বিড করে ক্লাবটি। ব্রাইটন তাতে ইতিবাচক সাড়া দেয় বলে জানা যায়। কিন্তু হঠাৎ কাইসেদোকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে লিভারপুল।

লিভারপুলের সঙ্গে টানাহেঁচড়ার পর শেষমেষ ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি-তে মোইসেস কাইসেদোকে দলে টানল চেলসি। ইকুয়েডরের এ মিডফিল্ডারকে দলে টানতে রেকর্ড সাড়ে ১১ কোটি (১১৫ মিলিয়ন) পাউন্ড খরচ করেছে দলটি।

আট বছরের চুক্তিতে আরেক ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে কাইসেদোকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানায় চেলসি কর্তৃপক্ষ।

খরচের ব্যাপারে ক্লাবটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ট্রান্সফার মার্কেট গুরু ফাব্রিৎসিও রোমানোর টুইট থেকে জানা গেছে রেকর্ড গড়া ওই ফি-র পরিমাণ। বিপুল পরিমাণ অর্থের সঙ্গে কাইসেদোকে ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শর্তও চুক্তিতে উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন রোমানো।

২০৩১ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন কাইসেদো। তবে চাইলে তার আরও এক বছর খেলার সুযোগ রাখা হয়েছে চুক্তির শর্তে।

তবে কাইসেদোর সার্ভিস পেতে কম হেনস্থা হতে হয়নি চেলসির। বেশ কয়েক মাস ধরে কাইসেদোকে টার্গেট করে আসছিল চেলসি। তার এজেন্টের সঙ্গে নিয়মিত কথা চলছিল বলে জানিয়েছেন রোমানো। সবশেষ চলতি দলবদলের মৌসুমে প্রথম আনুষ্ঠানিক বিড করে ক্লাবটি। ব্রাইটন তাতে ইতিবাচক সাড়া দেয় বলে জানা যায়। কিন্তু হঠাৎ কাইসেদোকে ছোঁ মেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে লিভারপুল।

গত শুক্রবার কাইসেদোর জন্য ব্রাইটনকে ১১ কোটি ১০ লাখ পাউন্ড (১১১ মিলিয়ন) অফার করে অল রেডরা। তখন ব্রাইটনের বক্তব্য ছিল- যে দল বেশি দাম দিবে, তাদেরই কাইসেদোকে দেয়া হবে।

লিভারপুলের ১১১ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবের পর লিভারপুলের সঙ্গে আর অর্থ যুদ্ধে জড়াতে চায়নি চেলসি। ফলে অল রেডদের সঙ্গে চুক্তি একপ্রকার পাকাপাকিই হয়ে গিয়েছিল ব্রাইটনের। দুই ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত হয়ে গিয়েছিল বলে টুইটে জানান ফাব্রিৎসিও রোমানো। কিন্তু কাইসেদো চেলসিতে খেলার আগ্রহ প্রকাশ করলে দুইদিন পর আরও ৪০ লাখ পাউন্ড বাড়িয়ে নতুন প্রস্তাব পাঠায় ব্লুজরা। এদিকে ইকুয়েডরের মিডফিল্ডারের মনোভাব জেনে সরে দাঁড়ায় লিভারপুলও। ফলে সাড়ে এগারো কোটি পাউন্ডের বিনিময়ে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে নাম লেখান কাইসেদো। আর এ চুক্তির ফলে তিনিই এখন প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।

চেলসির সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর সংবাদ বিবৃতিতে কাইসেদো বলেন, ‘ছোটবেলা থেকেই আমি চেলসির সমর্থক। তবে একদিন এখানে খেলার সুযোগ পাব, সেটা কখনও ভাবিনি।’

‘(ক্লদ) মাকেলেলে ও (এন’গোলো) কতেঁর চেলসিতে খেলা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। এটা (চেলসিতে খেলা) আমার কাছে স্বপ্ন পূরণ। আশা করছি, অসাধারণ এই ক্লাবের হয়ে অসংখ্য ট্রফি জিততে পারব।’

প্রিমিয়ার লিগে দলবলের এর আগের রেকর্ডটিও চেলসিরই ছিল। এ বছরের জানুয়ারিতে পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ (১০৭ মিলিয়ন) পাউন্ডের বিনিময়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনসো ফের্নান্দেসকে দলে ভেড়ায় ক্লাবটি।

এ বিভাগের আরো খবর