বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আচরণ ভঙ্গ করে ২ ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত

দুই ম্যাচ নির্বাসনের ফলে আসন্ন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হারমানপ্রীতের। তাকে ছাড়াই যদি ভারত ফাইনালে ওঠে, তবে ফাইনালে খেলতে পারবেন তিনি।

আগেই তাকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেই সঙ্গে কেটে নেয়া হয়েছিল ম্যাচ ফি-র ৫০ শতাংশ। এবার আরও শাস্তি পেলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার শাস্তি হিসেবে তাকে আগামী দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

দুই ম্যাচ নির্বাসনের ফলে আসন্ন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হারমানপ্রীতের। তাকে ছাড়াই যদি ভারত ফাইনালে ওঠে, তবে ফাইনালে খেলতে পারবেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে শনিবারের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভাঙায় তিনটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফি-র অর্ধেক কেটে নেয়া হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করায় তার ম্যাচ ফি-র আরও ২৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। অর্থাৎ ম্যাচ ফি-র মোট ৭৫ শতাংশ কেটে নেয়া হয়েছে ভারতীয় অধিনায়কের।

সেই সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দুটি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নির্বাসিত হলেন হারমানপ্রীত।

২৩ সেপ্টেম্বর থেকে চীনের হ্যাংঝৌতে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতের নারী ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ ওই টুর্নামেন্টেই।

আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। দুই ম্যাচ নিষিদ্ধের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না হারমানপ্রীত।

শনিবারের ম্যাচের ভারতের ইনিংসের ৩৪তম ওভারে ঘটনাটি ঘটে। নাহিদা আক্তারের বলে সুইপ করতে গিয়েছিলেন হারমানপ্রীত। কিন্তু বল তার ব্যাটে বা প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে চলে যায়। বোলার লেগ বিফোরের আবেদন করার সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে দেন।

সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন হারমানপ্রীত। তার দাবি, বল তার ব্যাটে লেগেছে; কোনোভাবেই তার প্যাডে লাগেনি।

আম্পায়ার আউট দেয়ায় প্রথমে ব্যাটে একটি ঘুষি মারেন তিনি। তার পরে ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন। সাজঘরে ফেরার পরে আম্পায়ারের উদ্দেশে কিছু বলতেও দেখা যায় তাকে। হারমানপ্রীত আউট হওয়ার পর বাংলাদেশি দর্শকরা ব্যাপক উল্লাস করছিলেন। তাদের দিকে তাকিয়েও আঙুল তুলে ব্যঙ্গ করেন ভারতের অধিনায়ক। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে ক্যাচ আউটই দেয়া হয়েছে শনিবারের ম্যাচে।

হারমানপ্রীতের আচরণের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘সমস্যাটা সম্পূর্ণ হারমানপ্রীতের। এ ক্ষেত্রে আমার কিছু করার ছিল না। খেলোয়াড় হিসাবে হারমানপ্রীতের আচরণ আরও ভালো হওয়া উচিত ছিল। কেন হারমানপ্রীত অমন আচরণ করলেন, জানি না। তবে বিষয়টা আমার ভালো লাগেনি। আমার দলের সঙ্গে ঠিক ব্যবহার করা হয়নি। এটা সঠিক পরিবেশ নয়। সে জন্যই আমরা সরে এসেছি। ক্রিকেট খেলার সঙ্গে শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধা জড়িত।’

হারমানপ্রীতকে আউট দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় শিবির ক্ষুব্ধ হলেও বিতর্ক খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক।

নিগার বলেছেন, ‘হারমানপ্রীত আউট না হলে আম্পায়াররা নিশ্চয়ই ওকে আউট দিতেন না। এই আম্পায়াররা পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। তারা যথেষ্ট দক্ষ। ক্যাচ ও রান আউট হয়েছেন ভারতের ছয়জন ব্যাটার। ওই আউটগুলো নিয়ে কী বলবে ভারতীয় শিবির?

‘আমরা আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান করি। কারণ তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। সেটা আমাদের পছন্দ হতে পারে। আবার অপছন্দও হতে পারে। সে জন্য আমরা যাচ্ছেতাই আচরণ করতে পারি না।’

এ বিভাগের আরো খবর