ঢাকায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।
সোমবার সকাল ৯টার দিকে ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোরে পৌঁছান মার্তিনেস। প্রায় ১১ ঘণ্টা বাংলাদেশে থাকবেন এই ফুটবল তারকা।
বিকেলে কলকাতার উদ্দেশে রওনা হবেন মার্তিনেস, যেখানে তিনি কাটাবেন দুই দিনের বেশি সময়। তার এই সফর কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে।
ইন্সটাগ্রাম স্টোরিতে মার্তিনেসের পোস্ট করা ছবি দুটি একটি ঢাকার সড়কের। এতে লেখা, ‘বাংলাদেশ’। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, কেক দিয়ে হোটেলে তাকে স্বাগত জানানো হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পোস্টেও মার্তিনেসের ঢাকায় আসার কথা নিশ্চিত করা হয়েছে।
মার্তিনেসের ঢাকায় আনার উদ্যোগ নেয়া ফান্ডেডনেক্সট কার্যালয়ে দুপুরে যাবেন এই গোলরক্ষক। তবে তার আগে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। এর বাইরে তেমন একটা আনুষ্ঠানিকতা তার নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।