বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের অনুরোধে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে ৪১ বছর বয়সী মুমুর মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবারের অনুরোধে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানিয়েছে, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০২০ সালের ১৩ জানুয়ারি মারা যান শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির।