ফের বার্সেলোনা সমর্থকদের স্বপ্নভঙ্গ। বার্সার জন্য আর অপেক্ষা করবেন না লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্যারিসে দুই বছর কাটানোর পর পিএসজির সঙ্গে চুক্তি নয়বায়ন না করায় মেসির বার্সায় ফেরার সম্ভাবনা জেগেছিল। কিন্তু গত কয়েকদিনের বিভিন্ন জটিলতা ও অনিশ্চয়তা শেষে সে সম্ভাবনার শেষ হয়ে গেছে।
ইতোমধ্যেই তার পরবর্তী গন্তব্য নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন মায়েস্ত্রো। যদিও ডেভিড বেকহ্যামের ক্লাবটির চুক্তিতে এখনও স্বাক্ষর করেননি, এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতেই খেলবেন রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
স্প্যানিশ ক্রিড়াজগতের একাধিক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্প্যানিশ ক্রিড়াপত্রিকা মার্কা ও রেডিও মার্কার সমন্বয়কারী লুইস রোহো এ টুইটে জানিয়েছেন, মেসি আগামী নিশ্চিতভাবে মৌসুমে ইন্টার মায়ামিতে খেলবেন।
কাতালুনিয়ার বার্সেলোনা বিষয়ক প্রখ্যাত সাংবাদিক জেরার্দ রোমেরো তার টুইটে বলেন, (মেসি-বার্সা) কাহিনী সমাপ্ত।
স্প্যানিশ ক্রিড়া সাংবাদিক মিগেল রিগোর বরাতে বার্সেলোনার খবর প্রাপ্তির সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব রিশাদ রহমান জানিয়েছেন, মেসি ইতোমধ্যে তার সিদ্ধান্ত বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি ফিরছেন না। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি।
এ বিষয়ে মুন্দো দেপর্তিভো ও স্পোর্তকে মেসির দেয়া স্বাক্ষাতকার আজ রাতেই প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন রিশাদ।
মেসিকে বার্সেলোনায় ফেরাতে যথাসম্ভব চেষ্টা করেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা, ম্যানেজার শাভি এরনান্দেস ও পরিচালনা পর্ষদ। বার বারই সংবাদমাধ্যমে তারা বলে এসেছেন, বার্সায় ফেরার বিষয়টি মেসির ওপরই সম্পূর্ণ নির্ভর করছে।
আর্থিক জটিলতার কারণে তারা সময়মতো মেসিকে প্রস্তাবও পাঠাতে পারেনি। গতকাল লা লিগা বার্সেলোনার আর্থিক পরিকল্পনার (ভায়াবিলিটি প্ল্যান) অনুমোদন দিলেও অনেকগুলো জটিল সমীকরণ মেলানোর প্রয়োজন ছিল ক্লাবের। মেসিকে দলে ভেড়ানোর আগে ক্লাব থেকে অন্তত দুজন খেলোয়াড় বিক্রি ও ৪০ মিলিয়ন ইউরো আয় করতে হতো তাদের।
যদিও তারা আজ মেসিকে একটি অফিশিয়াল প্রস্তাব দেয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু মেসির ক্যাম্প বার্সেলোনার পক্ষ থেকে মেসিকে রেজিস্ট্রেশনের শতভাগ নিশ্চয়তা চায়। কিন্তু এ মুহূর্তে তা দেয়া ক্লাব কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। তার জন্য মেসিকে অন্তত আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানায় তারা। এরপর মেসি ও তার ক্যাম্প আর ঝুঁকি নিতে চাননি।
ক্লাবকে তাই জানিয়ে দেয়া হয় যে, খেলোয়াড় হিসেবে বার্সায় আর ফেরা হচ্ছে না মেসির। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।
অবশ্য সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকেও ১ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব ছিল মেসির জন্য। কিন্তু মরুর দেশে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতে চাননি তিনি। পরিবারেরও এ বিষয়ে অমত ছিল। তাই সে প্রস্তাব আর গ্রহণ করেননি তিনি।
অবশ্য তার বাবা ও এজেন্ট হোর্গে মেসি শুরুতে সৌদিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। তবে ছেলে ও তারা পরিবারের কথা মেনে নিয়ে পরে ডেভিড বেকহ্যামের ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি।
এ বিষয়ে জেরার্দ রোমেরোর বক্তব্য, ‘এ ঘটনায় কোনো পক্ষকেই দোষ দেয়া যায় না। ২০২১ সালের ঘটনাটি অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মেসি কেন আরও কিছুদিন অপেক্ষা করল না, সে বিষয়ে কথা উঠতে পারে। আবার বার্সারও সময়মতো জটিলতা দূর করা উচিত ছিল, যা তারা করেনি। আসলে বিষয়টি যা হয়েছে, এভাবেই ভাবা উচিত।’