পিএসজিতে দুই বছরের অধ্যায় শেষ করে বার্সেলোনাতে ফিরতে চাইলে ফের আশায় বুক বেঁধেছিল বার্সা ও মেসি সমর্থকরা। কিন্তু লা লিগা বার্সেলোনার ভায়াবিলিটি প্ল্যান অনুমোদন দিতে দেরি করা ও সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের প্রস্তাব আশায় মেসির কাতালুনিয়ায় ফেরা নিয়ে জেগেছে সংশয়।
মেসিকে দলে ভেড়াতে ৪০০ (সাড়ে চার হাজার কোটি টাকার বেশি) মিলিয়ন ইউরোর বিরাট এক প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল। ক্যারিয়ারের শেষ সময়ে এমন প্রস্তাব কোনোভাবেই হাতছাড়া করতে চান না মেসির বাবা ও এজেন্ট হোর্গে মেসি। আবার সৌদি আরবে যেতে চাননা মেসির স্ত্রী আন্তোনেলা। তবে বার্সেলোনায় ফেরার ইচ্ছা থাকলেও তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব না আসায় দারুণ সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলার।
মেসির বার্সেলোনায় ফিরে আসার ইচ্ছা ফুটবল-সংশ্লিষ্ট সবারই কমবেশি জানা। বার্সায় ফিরবেন বলে ইতোমধ্যে ছেলেদের পুরনো স্কুলে অগ্রিম সিটও বুক করে রেখেছেন বলে বেশ আগেই স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর হয়। বার্সেলোনাও চায় মেসিকে ফেরাতে। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আগামী মৌসুমের জন্য নতুন খেলোয়াড় কিনতে হলে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হবে আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনাকে। তা না হলে জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান খেলোয়াড়দেরও রেজিষ্ট্রেশন করতে পারবে না ক্লাবটি। নিজেদের হিসাব মিলিয়ে নতুন খেলোয়াড় দলে ভেড়াতে এপ্রিলে একটি ভারসাম্য পরিকল্পনা (ভায়াবিলিটি প্ল্যান) লা লিগা কর্তৃপক্ষকে দেয় হুয়ান লাপোর্তার পরিচালনা পর্ষদ। কিন্তু প্রস্তাবিত পরিকল্পনার বেশকিছু জায়গায় ভারসাম্য না থাকায় প্রথমে সে প্রস্তাব ফিরিয়ে দেয় লিগ কর্তৃপক্ষ। পরে তা সংশোধন করে পাঠালে বিবেচনায় নেয় লিগ কর্তৃপক্ষ।
কিন্তু বার্সেলোনাকে দ্রুত সিদ্ধান্ত জানাতে ও অফিশিয়াল প্রস্তাব পাঠাতে সময় বেঁধে দিয়েছেন হোর্গে মেসি। এ সপ্তাহের মধ্যে বার্সার পক্ষ থেকে সাড়া না পেলে অন্য প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন তারা।
আসলে মেসিকে আল-হিলালের দেয়া প্রস্তাবে যে সময়সীমা ছিল, তা শেষ হতে চলেছে। এদিকে ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামিও মেসির অবস্থা ধৈর্য্যের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইন্টার মায়ামির মেসিকে দলে পাওয়ার ইচ্ছাও এখন ‘ওপেন সিক্রেট’। তাই দ্রুত বার্সেলোনার সিদ্ধান্ত জানতে চান মেসির ক্যাম্প।
এদিকে সৌদি আরবে একদমই যাওয়ার ইচ্ছা নেই মেসির স্ত্রী আন্তোনেলার। স্পেনের প্রখ্যাত ক্রিড়া সাংবাদিক জেরার্দ রোমেরো সোমবার এক টুইটে জানিয়েছেন, মেসির স্ত্রী ও সন্তান মাতেও মেসি সৌদিতে যেতে চান না।
এমন অবস্থায় উভয়সংকটে পড়েছেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।
টিওয়াইসি স্পোর্টসের আর্জেন্টিনা বিষয়ক সাংবাদিক গাস্তোন এদুল এক টুইটে জানান, ‘মেসি কেন আর (সিদ্ধান্ত নিতে) দেরি করতে চান না, তা আমি (মেসির ক্যাম্প থেকে) জেনেছি। হুয়ান লাপোর্তার সঙ্গে মেসির ক্যাম্পের আলোচনা শুরু হয় মে মাসের শুরুতে। সে সময় লাপোর্তা জানিয়েছেলেন, ভায়াবিলিটি প্ল্যান নিয়ে লা লিগার সঙ্গে ঝামেলা মে মাসের ১৫ তারিখের মধ্যে মিটে যাবে। কিন্তু সে সময় চলে গিয়ে ৩-৪ সপ্তাহ অতিক্রান্ত হলেও বার্সেলোনার সমস্যা মেটেনি। আবার লা লিগা (ভায়াবিলিটি) প্ল্যানে অনুমতি দিলেও খেলোয়াড় বিক্রি ও অন্যান্য বিষয়ে হিসাব মেলাতে ক্লাবটির আরও সময় প্রয়োজন।
‘মেসির ক্যাম্প আসলে ভয় পাচ্ছে, মেসিকে আদৌ বার্সেলোনা রেজিস্ট্রেশন করতে পারবে কিনা সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। বার্সেলোনার জন্য অপেক্ষা করবে কি না, সে বিষয়ে গ্যারান্টি চান মেসি। তিনি কোনোভাবেই ২০২১ সালের ঘটনার পুনরাবৃত্তি চান না।’
গতকাল দুপুরে বার্সেলোনার পরিকল্পনার অনুমোদন দিয়েছে লা লিগা। এরপর ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেন হোর্গে মেসি। বৈঠক শেষে তিনি সংবাদিকদের বলেন, ‘আমি অবশ্যই লিওকে বার্সায় ফিরতে দেখতে চাই। কিন্তু বৈঠকে তেমন স্পষ্ট কোনোকিছু আলোচনা হয়নি।’
বৈঠকে মেসির জন্য কোনো অফিশিয়াল প্রস্তাব দিতে পারেননি লাপোর্তা। তবে দুপক্ষই আরও কিছু সময় ধৈর্য ধরতে রাজি হয়েছে।
হোর্গে মেসি বলেন, ‘লিও এখনই যে কোনো একটা সিদ্ধান্তে আসতে চায়। পুরো ঘটনাটি নিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে।’
তবে বার্সেলোনা কর্তৃপক্ষের সঙ্গে আরেকদফা বৈঠকে সম্মত হয়েছেন মেসির বাবা। আজ বা কালকের মধ্যেই তা হতে পারে বলে এক টুইটে জানিয়েছেন বার্সেলোনার খবর প্রাপ্তির সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব রিশাদ রহমান। তিনি জানিয়েছেন, ওই বৈঠকেই সম্ভবত মেসিকে অফিশিয়াল প্রস্তাব দেয়া হতে পারে।
মেসির দলবদল ঠিক কোন দিকে মোড় নেবে, তা আগামী দুই-একদিনের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন রিশাদ।