আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনের জন্য সিলেটে সংক্ষিপ্ত ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল।
ঈদুল ফিতরের ছুটির পর অনুশীলন শুরু হবে বলে সোমবার জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করবো আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলবো চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভালো ছিল।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জানান, ২৬ বা ২৭ এপ্রিল ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। যদিও ক্যাম্প কখন শুরু হবে সে বিষেয় এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৯, ১২ এবং ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচকে সামনে রেখে পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে দেশ ছাড়বে দল।
তিনি বলেন, ‘২ মে ইংল্যান্ডে পৌঁছাবে দল। এরপর আরও কিছু অনুশীলন সেশন হবে আমাদের। ৫ মে’র পর আমরা একটি অনুশীলন ম্যাচও খেলবো। আমাদের অনুশীলনের জন্য অল্প সময় দিতে চেয়েছিলো কিন্তু আমরা আরও কিছু দিন চেয়েছিলাম। তাই আমরা তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছাব।’
বিসিবি জানিয়েছে, ইংল্যান্ডে ৫ মে দলের সাথে যুক্ত হবেন ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে ইতোমধ্যে কোলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়া লিটন দাস। তবে সময় মত দলে যোগ দেবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান।
ইউনুস বলেন, ‘এনওসি আরও দুই দিন বাড়াতে চেয়েছিলেন লিটন এবং আমরা তাকে অনুমতি দিয়েছি। তাই ৫ মে দলে যোগ দেবেন তিনি। সময় মতো দলে যোগ দেবেন মুস্তাফিজ।’
এছাড়া ইংল্যান্ডে দলের সঙ্গে সঠিক সময়ে যোগ দিবেন পারিবারিক কারনে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়া সাকিব আল হাসান।