গত কয়েকদিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। স্প্যানিশ রেফারি নেগরেইরাকে বার্সেলোনা কী কারণে অর্থ দিয়েছে এ নিয়ে তদন্ত শুরু করেছে উয়েফা।
সেই ইস্যুকে টেনে বিদ্রোহী লিগ ইউরোপিয়ান সুপার লিগের বাকি দুই সদস্য ইয়ুভেন্তুস ও রেয়াল মাদ্রিদকেও খোঁচা দিয়েছেন। এরই মধ্যে আর্থিক জালিয়াতির কারণে শাস্তি পেয়েছে ইয়ুভেন্তুস, ওদিকে বার্সেলোনার বিপক্ষে চলছে রেফারিকে অর্থ দেয়ার অভিযোগের তদন্ত। মাদ্রিদের বিপক্ষে এমন কোনো অভিযোগ ওঠার অপেক্ষায় আছেন বলে আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন সেফেরিন।
সেই সেফেরিনের বিরুদ্ধেই এখন জালিয়াতির অভিযোগ উঠেছে।
স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভেনিয়ান সংবাদমাধ্যম প্রাভা বলছে, বর্তমান পদে ঢুকতে নিজের সিভিতে মিথ্যা লিখেছেন সেফেরিন।
সেফেরিনের সিভি। ছবি: সংগৃহীত
কয়েকদিন আগেই উয়েফার সভাপতির পদে পুনর্নির্বাচিত হয়েছেন সেফেরিন। এরপরই উঠল এমন অভিযোগ।
স্লোভেনিয়ান আইনজীবীর সিভিতে বলা আছে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত স্লোভেনিয়ান ক্লাব এনকে ওলিম্পিয়া বেজিগ্রাদের (জুবলিয়ানা) বোর্ড পরিচালক ছিলেন তিনি।
২০১৬ সালে প্রথম উয়েফার সভাপতি হওয়া সেফেরিনের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছিল, যদিও কোনো প্রমাণ মেলেনি।
সংবাদমাধ্যম প্রাভার দাবি, উয়েফা সভাপতি হতে হলে কোনো ক্লাবের পরিচালক হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে যা সেফেরিনের নেই। তবে স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট বলছে, বেজিগ্রাদের বোর্ড পরিচালক ছিলেন সেফেরিন।
সংবাদমাধ্যম প্রাভার মালিক দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউয়ান্সা। তার সঙ্গে সেফেরিনের সম্পর্ক বন্ধুত্বসুলভ নয়।