ফুটবলে পরাশক্তি আর্জেন্টিনা, কিন্তু কাবাডিতে উল্টো। এ খেলায় বাংলাদেশ যে ঢের এগিয়ে কাল তাদের হারিয়ে তা প্রমাণ করল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ ৭২-২৩ পয়েন্টে হারালো ম্যারাডোনা-মেসিদের দেশ আর্জেন্টিনাকে।
একে তো টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ, তারওপর প্রতিপক্ষের চেয়ে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিচারেও অনেক এগিয়ে লাল-সবুজের দল। তাই বাংলাদেশের বিপক্ষে পেরে ওঠার কথাও নয় আর্জেন্টিনার।
মঙ্গলবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক খেলেছে বাংলাদেশ।
প্রথম রেইডেই দলকে এক পয়েন্ট এনে দেন অধিনায়ক তুহিন তরফদার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। একে একে আট পয়েন্ট তুলে নেন তারা। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একটি লোনা আদায় করে তিন পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। একচ্ছত্র আধিপত্য ধরে রেখে ১৩-০ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলে শেষ পর্যন্ত ৬টি লোনাসহ জেতে ৭২-২৩ পয়েন্টে। ম্যাচসেরা বাংলাদেশের মিজানুর রহমান।
চলতি টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পোল্যান্ডকে।