বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে টুর্নামেন্টে খেলতে বাংলাদশে এসেছে আর্জেন্টিনার কাবাডি দল।
শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনার কাবাডি দলকে বহনকারী বিমান। সেখান থেকে পল্টনের হোটেল ৭১-এর উদ্দেশে রওয়ানা হবে তারা।
আগামী ১৩ মার্চ পর্দা উঠতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে আটটি করে দেশ অংশ নিয়েছিল। তবে এবার টুর্নামেন্টটিরত পরিসর আরও বড় হয়েছে, অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে হয়েছে ১২।
প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও আর্জেন্টিনা।
এবারই প্রথম অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।