বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলীয় রান ৭১৪, একাই ৫০৮ স্কুলছাত্রের

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২৩ ১৩:৪৯

৪০ ওভারের ম্যাচে মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাওদে ইনিংসটি খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস অনূর্ধ্ব-১৪ জুনিয়র আন্তস্কুল টুর্নামেন্টে।

ক্রিকেটে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছে ১৩ বছর বয়সী স্কুলছাত্র যশ চাওদে। ১৭৮ বলে হার না মানা ৫০৮ রান আসে তার ব্যাট থেকে। ৮১টি চার ও ১৮টি ছক্কা মারে ডানহাতি এ ব্যাটার।

সীমিত ওভারের ক্রিকেটে ভারতের কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম ৫০০ রানের ইনিংস।

৪০ ওভারের ম্যাচে মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের ছাত্র চাওদে ইনিংসটি খেলেছে মুম্বাই ইন্ডিয়ানস অনূর্ধ্ব-১৪ জুনিয়র আন্তস্কুল টুর্নামেন্টে।

অভিজাত এ তালিকায় আরও চার ভারতীয় ব্যাটারের সঙ্গে যোগ দিয়েছে চাওদে।

ক্রিকেটের সব সংস্করণ আর বয়সভিত্তিক দলের মধ্যে পাঁচ শতাধিক রান করা দশম ব্যাটার চাওদে। এর মধ্যে ভারতের আছে পাঁচজন। তাদের মধ্যে ধানওয়াড়ে অপরাজিত ছিলেন ১০০৯ রান করে। প্রিয়াংশু মোলিয়াও ছিলেন অপরাজিত ৫৫৬ রানে। এ ছাড়া পৃথ্বী শ ৫৪৬ এবং ড্যাডি হাভেওয়ালার করেন ৫১৫ রান।

পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন টাইমস অফ ইন্ডিয়াকে জানান, শ্রীলঙ্কার চিরাত সেলেপেরুমার পর চাওদেই সীমিত ওভারের ক্রিকেটে ৫০০ রান করা দ্বিতীয় ব্যাটার। এর আগে গত বছর শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৫ স্কুল ক্রিকেটে ৫৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিল সে।

নাগপুরে ঝুলেলাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মাঠে ৪০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭১৪ রান তোলে। ওপেনিংয়ে চাওদের সঙ্গে তিলক ওয়াকোড়ে ৯৭ বলে ১২৭ রানে অপরাজিত থাকে। বড় রান তাড়া করতে নেমে সিদ্ধেশ্বর স্কুল ৫ ওভারে ৯ রান করেই গুটিয়ে যায়।

১৩ বছর বয়সী যশ চাওদে চলতি মৌসুমে অনূর্ধ্ব-১৬ ভিসিএ টুর্নামেন্টে তারকাদের খাতায় নাম লিখিয়েছে।

এ মৌসুমে দুটি সেঞ্চুরিসহ এক হাজার রান করেছে সে। এ শিক্ষার্থী মিড-ডে মিল ঠিকাদারের ছেলে। বাবাই তাকে ক্রিকেটে উৎসাহ দিয়েছে।

এ বিভাগের আরো খবর