রাজশাহীতে ক্রিকেট খেলতে গিয়ে হাত ভাঙলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে খালেদ মাসুদ পাইলট জানান, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের সঙ্গে রাজশাহী সিনিয়র টিমের হয়ে শুক্রবার খেলেন তিনি। ম্যাচের একেবারে শেষ বলে তার প্রতিপক্ষ দলের চার রান দরকার ছিল। ওই সময় একটি দ্রুত গতির বল থামাতে গিয়ে লাফিয়ে পড়ে আহত হন তিনি।
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘বয়সের একটি ব্যাপার আছে। যখন উঠতে যাব তখন দেখছি আমার হাত আর উঠছে না। আমার ডান হাত উঠছে কিন্তু বাম হাত উঠছে না। পরে তাড়াতাড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যাই। সেখানে গিয়ে এক্স-রে করে দেখি মাসলের কাছে হাড় ভেঙে দুই টুকরা হয়ে গেছে। দুই হাড়ের মাঝে এক ইঞ্চির গ্যাপ আছে।
তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা এটি আপাতত প্লাস্টার করে রেখেছেন। আগামী সোমবার বা মঙ্গলবার আমাকে এটার সার্জারি (অপারেশন) করা লাগবে। যেহেতু সেখানে ফুলে আছে, এটি কমলে সেখানে একটি প্লেট লাগানো হবে।’