বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দি মারিয়ার গোলের পরও ইউভেন্তাসের হার

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২৩ ১৩:২৯

৩০ বছর পর বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ইউভেন্তাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘এমন কিছু হার থাকে যা আপনার প্রাপ্য নয়। আবার এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য। এই হারটা আমাদের প্রাপ্য ছিল।’

ইতালিয়ান সিরি আতে নাপোলির বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে ইউভেন্তাস। আনহেল ডি মারিয়ার গোলের পরও বড় ব্যবধানে হারতে হয়েছে দলটির। এতে করে শীর্ষস্থান আরও মজবুত হলো নাপোলির।

১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে শেষবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার ৩৩ বছর পর তাদের সামনে আবারও সেই সুযোগের হাতছানি দিচ্ছে।

দিয়েগো আরামান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুক্রবার রাতে ৫-১ গোলের মতো বাজে হার গত ৩০ বছরে দেখেনি ইউভেন্তাস। সর্বশেষ ১৯৯৩ সালে সিরি আর কোনো ম্যাচে ৫ গোল হজম করেছিল তুরিনের ক্লাবটি।

নাপোলির হয়ে ভিক্টর ওসিমেন জোড়া গোল করেন। এ ছাড়া খিচা কাভারস্কেইয়া, আমির রাহমানি ও এলিফ একমাস একটি করে গোল করেন।

২৪ বছর বয়সী নাইজেরিয়ান তারকা ওসিমেন চলতি মৌসুমে ১২টি গোল করেছেন। জয়ের পর নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘ওসিমেন দুর্দান্ত স্ট্রাইকার। আমি তার সম্ভাবনা দেখে স্তম্ভিত। সে ভবিষ্যতে কী করবে তা দেখার জন্য আমরা উচ্ছ্বসিত।

‘সে পরিস্থিতি মোকাবিলা করতে গতি, দক্ষতা, সাহস ও শারীরিকভাবে দারুণ উজ্জীবিত থাকে। তার এখনও উন্নতির অনেক জায়গা রয়েছে।’

৩০ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ইউভেন্তাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য নয়। আবার এমন কিছু হার থাকে, যা আপনার প্রাপ্য। এই হারটা আমাদের প্রাপ্য ছিল।’

এই হারের ফলে ১৮টি ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে নেমে গেল ইউভেন্তাস। অন্যদিকে সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে নাপোলি। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে এসি মিলান।

এ বিভাগের আরো খবর