গত মাসে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডো যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ক্লাবটির হয়ে এখনও মাঠে নামেননি ৩৭ বছর বয়সী এ তারাকা।
ক্লাবটির হয়ে মাঠে নামার আগেই বার্সেলোনার হেড কোচ চাভি এর্নান্দেস বলেছেন, রোনালডোর জন্য জন্য ‘কঠিন’ হতে চলেছে সৌদি আরবের এই লিগ।
আরব লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে বার্সেলোনার ম্যানেজার চাভির। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ক্যারিয়ার শেষ করে চাভি নিজেও খেলেছিলেন আরব দেশে কাতারের লিগে। সৌদি দল আল সাদের কোচিংও করিয়েছেন তিনি।
সেই অভিজ্ঞতার ভিত্তিতে চাভি বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘সে সৌদি আরবের অন্যতম সেরা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এটি একটি চ্যালেঞ্জ। লিগটা খুবই জটিল। আল সাদকে কোচ করার সময় আমি তাদের বেশ কয়েকটি দলের বিপক্ষে খেলেছি।’
স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে চাভির বার্সা সৌদি আরব যাচ্ছে। বৃহস্পতিবার রাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।