বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা হাই স্কোরিং ম্যাচ দিয়ে করলেও সিলেটের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল ফরচুন বরিশালের। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। রংপুর রাইডার্সকে হারিয়ে চলতি আসরের প্রথম জয় বাগিয়ে নিয়েছে তারা।
রংপুরের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব অ্যান্ড কোং।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বড় হোঁচট খায় বরিশাল। প্রথম ওভারেই ১ রানে চতুরাঙ্গা ডি সিলভা ও চতুর্থ ওভারে ১৫ করে এনামুল হক বিজয় যখন বিদায় নেন সে সময় স্কোরবোর্ডে রান দুই উইকেটের বিনিময়ে ১৮।
ব্যাকফুটে থাকা দলকে টেনে তোলার মিশনে নামেন ইবরাহিম জাদরান। সঙ্গে নেন মেহেদী হাসান মিরাজকে। দুই ব্যাটারের অবিচ্ছেদ্য ৮৪ রানের জুটিতে ভর করে ট্র্যাকে ফেরে বরিশাল।
২৯ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে মিরাজ মাঠ ছাড়লেই ব্যক্তিগত অর্ধশতক ঠিকই তুলে নেন জাদরান। ৪১ বলে ৫২ করে সিকান্দার রাজার শিকার বনে মাঠ ছাড়েন তিনি।
এরপর বাকি কাজটা সহজেই সেরে আসেন ইফতিখার আহমেদ ও কারিম জানাত। দলকে ৬ উইকেটের বড় জয় এনে দিয়ে মাঠ ছাড়েন এই দুইজন।
রাইডার্সদের হয়ে বোলিং করা সাত বোলারের ভেতর সর্বোচ্চ ২টি উইকেট নেন সিকান্দার রাজা। একটি করে উইকেট ঝুলিতে পুরেন রবিউল হক ও রাকিবুল হাসান।
এর আগে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় সঙ্গী হলেও রনি তালুকদারের ২৮ বলে ৪০, শোয়েব মালিকের হার না মানা ৩৬ বলে ৫৪ রানের ইনিংসে ভর করে বরিশালের সামনে ৭ উইকেটের খরচায় ১৫৯ রানের পূুজি দাঁড় করায় রংপুর।
বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট ঝুলিতে পুরেন সাকিব আল হাসান, এবাদত হোসেন ও কারিম জানাত।