ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের সমালোচনা করায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির ওপর চটেছেন কিলিয়ান এমবাপে। এক টুইটে নিজের ক্ষোভও ঝেড়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পর। ফরাসি সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল আর্জেন্টিনার কাছে ফাইনাল হারের পর ফেডারেশন দিদিয়ের দেশমকে আর হেড কোচের দায়িত্বে রাখবে না। তার জায়গায় সাবেক অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের সফল কোচ জিদান এমবাপেদের হেড কোচ হবেন।
তেমনটা হয়নি। নতুন বছরে দেশমের চুক্তি নবায়ন করেছে ফরাসি ফেডারেশন। শুধু তা-ই না, ফেডারেশনের সভাপতি নোয়েল ল্য গ্রেত সংবাদমাধ্যমকে জানান, জিদান তাদের পরিকল্পনাতেই ছিলেন না।
ফরাসি টিভি চ্যানেল আরএমসি স্পোর্টকে ল্য গ্রেত বলেন, ‘জিদান কী আমার সঙ্গে যোগাযোগ করেছে। করেনি। সে ফোন করলেও হয়তো আমি তা ধরতাম না। তার সঙ্গে আমার কথা হয়নি। দিদিয়েরকে অব্যাহতি দেয়ার প্রসঙ্গ আমাদের মাথাতেই আসেনি।’
ফেডারেশন সভাপতির এমন জবাব ভালো লাগেনি এমবাপের। জিদানকে নিজের অন্যতম আইডল মনে করেন ২০১৮ বিশ্বকাপজয়ী এ তারকা। এক টুইটে ল্য গ্রেতকে বেশ কড়া জবাবই দিয়েছেন তিনি।
এমবাপে লেখেন, ‘জিদান মানেই ফ্রান্স। আমরা কিংবদন্তিদের এভাবে অসম্মান করি না।’
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর দুই মৌসুম কোনো দলের দায়িত্ব নেননি জিদান। তাকে যুক্তরাষ্ট্র দল কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটা ফিরিয়ে দেন তিনি।
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলও তাকে হেড কোচ হিসেবে চাইছে।